বোলাররা জয়ের পথটা তৈরি করে দিয়েছিলেন। কিন্তু ব্যাটসম্যানদের ‘সহজ’ কাজটাও করতে পারলেন না। রীতিমতো আত্মহত্যায় মেতে উঠলেন। তাতেই জয়ও চলে গেল দুরে। নেলসনের ব্যাটিং উইকেটে ২৫২ রান বড় কোন লক্ষ্য না হলেও পারল না বাংলাদেশ। আশা জাগিয়ে ৬৭ রানের হার। একইসঙ্গে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজটাও এক ম্যাচ আগেই হাতছাড়া। ২-০’তে জিতে নিল নিউজিল্যান্ড।
বৃহস্পতিবার স্যাক্সটন ওভালে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে অলআউট হয়ে কিউইরা তুলে ২৫১ রান। ৬ বছর পর জাতীয় দলে ফেরা নেইল ব্রুমের ব্যাটে অপরাজিত ১০৯। তিনি একাই যেন ম্যাচের গতিপথ পাল্টে দেন। সঙ্গে লুক রঞ্চির ৩৫ রান। লড়াকু পুঁজি পায় স্বাগতিকরা।
জবাব দিতে নেমে ঠিক পথেই ছিল টাইগাররা। ইমরুল কায়েস ৫৯ রান। সঙ্গে সাব্বির রহমানের ৩৮ রান। দু’জন গড়েন ৭৫ রানের জুটি। এক পর্যায়ে জয়ের পথেই ছিল দল। কিন্তু এই দুই ব্যাটসম্যান ফিরতেই শুরু হয় ব্যাটসম্যানদের উইকেটে আসা আর যাওয়ার খেলা। যেখানে অলআউট হয়ে ৪২.৪ ওভারে ১৮৪ রান করে বাংলাদেশ।
এই ম্যাচে তিন ক্রিকেটারের ওয়ানডে অভিষেক করিয়েছে বাংলাদেশ দল। তারা হলেন-নূরুল হাসান সোহান, তানবির হায়দার আর শুভাশীষ রায়। বিশ্রাম দেয়া হয় মুস্তাফিজুর রহমানকে। ইনজুরিতে আউট মুশফিকুর রহীম। আর দল থেকে বাদ পড়েন অফফর্মে থাকা সৌম্য সরকার।
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৩১ ডিসেম্বর নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর তিনটি টি-টুয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড: ৫০ ওভারে ২৫১/১০ (ল্যাথাম ২২, উইলিয়ামসন ১৪, ব্রুম ১০৯*, নিশাম ২৮, মানরো ৩, রনকি ৩৫, স্যান্টনার ৯, সাউদি ২, ফার্গুসন ৪, বোল্ট ১২ ; মাশরাফি ৩/৪৯, শুভাশীষ ১/৪৫, তাসকিন ২/৪৫, সাকিব ২/৪৫, তানবীর ০/৪৭, মোসাদ্দেক ১/১২)।
বাংলাদেশ: ৪২.৪ ওভারে ১৮৪/১০ (তামিম ১৬, ইমরুল ৫৯, সাব্বির ৩৮, মাহমুদউল্লাহ ১, সাকিব ৭, মোসাদ্দেক ৩, তানবীর ২, নুরুল ২৪, মাশরাফি ১৭, তাসকিন ০, শুভাশীষ ১*; বোল্ট ২/২৬, সাউদি ২/৩৩, মানরো ০/১২, ফার্গুসন ১/৫৩, স্যান্টনার ১/২০, নিশাম ০/১৩, উইলিয়ামসন ৩/২২)।
ফল: নিউজিল্যান্ড ৬৭ রানে জয়ী
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ২-০তে এগিয়ে
ম্যাচসেরা: নেইল ব্রুম
Discussion about this post