আন্তর্জাতিক সূচিতে আপাতত বাংলাদেশের খেলা নেই। সব মিলিয়ে সামনের তিন মাস আন্তর্জাতিক কোনো ম্যাচ নেই। এ সুযোগে বিশ্রামে থাকবেন মাশরাফি বিন মুর্তজা আর মাহমুদউল্লাহ রিয়াদরা। যদিও ফিটনেস ধরে রাখতে নিয়মিত জিম সেশনে অংশ নেবে দলের ক্রিকেটাররা। কেউ কেউ আবার ফর্ম ধরে রাখতে প্রিমিয়ার লিগ ও দেশের বাইরে লিগেও খেলা চালিয়ে যাবেন।
সবকিছু ঠিক থাকলে জুনে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ দল। তখন ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলতে যাবেন মাশরাফিরা। আফগানিস্তান সিরিজের পরই আন্তর্জাতিক ক্রিকেটেতুমুল ব্যস্ত হয়ে উঠবে দল। এরপরই বাংলাদেশ যাবে ওয়েস্ট ইন্ডিজ। সেই সফর থেকে ফিরে ভারতে যাবে এশিয়া কাপ খেলতে। এরপর অস্ট্রেলিয়ার বিমান ধরার কথা লাল-সবুজের প্রতিনিধিদের।
এখনো লম্বা একটা সিরিজ খেলে ক্লান্ত টাইগাররা। তারইমধ্যে জাতীয় দলের পাঁচ ক্রিকেটার নেমে পড়েন প্রিমিয়ার লিগে। দুই ক্রিকেটার গেছেন পিএসএল খেলতে। ঢাকা প্রিমিয়ার লিগ খেলছেন ৮ ক্রিকেটার। আইপিএল খেলতে যাবেন দুজন।
বাকিরা বিশ্রামে থাকবেন।
অবশ্য প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পরই মাঠে গড়াবে বাংলাদেশ ক্রিকেট লিগ। সেখানেও খেলবেন অনেকে।
Discussion about this post