ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সিরিজের প্রথম ম্যাচটিতে হারার পর এবার ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। রোববার ভোর ৬টায় শুরু লড়াই। হেরে গেলে সিরিজ হারের যন্ত্রনায় বিদ্ধ হবে দল। তাইতো জয় চোখ রেখেি্ ম্যাচটিতে মাঠে নামবে সাকিব আল হাসানের দল। যুক্তরাস্ট্রের ফ্লোরিডার ফোর্ট লডারডেলের সেন্ট্রাল ব্রোওয়ার্ড পার্ক স্টেডিয়ামে লড়াই।
এই ম্যাচের আগে অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘দেখুন, এখানে ১৭০-১৮০ রান করতে পারলে ভালো সম্ভাবনা আছে। নিজেদের ভুলগুলো শোধরাতে পারলে ওয়েস্ট ইন্ডিজকে হারানো খুবই সম্ভব। ব্যাটিং-বোলিংয়ে ভুলগুলো কাটাতে পারলে আশা করি জিতব।’
যদিও সাকিবের জন্য দুঃসংবাদ। তাঁর বোলিংয়ের কড়ে আঙুলে ব্যথা আছে এখনও। জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে পাওয়া চোট সেরে উঠেনি পুরোপুরি। এজন্য করাতে হবে অস্ত্রোপচার। ব্যথানাশক ইনজেকশন নিয়ে খেলছেন তিনি। জানালেন,
‘ইনজেকশন নিলাম অনুশীলনের আগে (শুক্রবার)। আঙুলে অস্ত্রপচার করাতেই হবে। বোর্ড যখন বলবে তখনই করাব।’
এদিকে ফ্লোরিডাতে বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। ফ্লোরিডার একটি হোটেলে প্রবাসীদের সংগঠন ‘একতারা ফ্লোরিডা’ আয়োজিত অনুষ্ঠানে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহরা হাজির ছিলেন।
এই অনুষ্ঠানে হাজির থাকলেও ভাবনায় ছিল সিরিজের দ্বিতীয় ম্যাচ। যা খেলার অপেক্ষায় টাইগাররা।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
দ্বিতীয় টি-টুয়েন্টি
সরাসরি,
ভোর ৬টা, চ্যানেল নাইন, গাজী টিভি ও সনি ইএসপিএন
Discussion about this post