বাংলা নতুন বছরের উৎসবে মাতোয়ারা গোটা বাংলাদেশ। সবাই বঙ্গাব্ধ ১৪২৫ -কে বরণ করে নিচ্ছেন। এই অানন্দ আয়োজনে পিছিয়ে নেই জাতীয় দলের তারকা ক্রিকেটাররাও। তারাও ভক্তদের জানালেন শুভেচ্ছা! বাংলা নতুন বছরের প্রথম দিন শনিবার মুশফিকুর রহীম ভক্তদের শুভেচ্ছা জানালেন। সাবেক অধিনায়ক লিখেছেন, ‘পুরোনো যত হতাশা, দুঃখ, অবসাদ, নতুন বছর সেগুলোকে করুক ধূলিস্যাৎ। সুখ, আনন্দে মুছে যাক সকল যাতনা। শুভ পহেলা বৈশাখ! সবাইকে নববর্ষের শুভেচ্ছা।’
মুস্তাফিজুর রহমান ব্যস্ত আইপিএল নিয়ে। ভারতে থাকা এই টাইগার ক্রিকেটার ফেসবুকে নববর্ষের পাঞ্জাবী পরিহিত সেলফি পোস্ট করে লিখলেন, ‘সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা। শুভ নববর্ষ।’
মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, ‘পুরনো সব হতাশা, অবসাদ মুছে নতুন বছর সবার জীবনে বইয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।’ জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার পরিবারের সবার সঙ্গে পান্তা-ইলিশ ভোজনের বেশ কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘শুভ নববর্ষ ১৪২৫’।
বৈশাখী পোশাকে বেশ কয়েকটি ছবি পোস্ট করে তারকা ক্রিকেটার তাসকিন আহমেদ লিখেছেন ‘শুভ নববর্ষ ১৪২৫’। আবার রুবেল হোসেন বৈশাখী সাজে ছবি তুলে পোস্ট করেছেন।
Discussion about this post