এইতো সেদিনও দু’জন কোর্টে মুখোমুখি হলে গুঞ্জন রটত- ম্যাচটা পাতানো ছিল! শনিবার ম্যাচ শেষে হতেই ফিসফাস হল। কে হেরেছে, কে জিতেছে মুখ দেখে আন্দাজ করার সুযোগ নেই। যেন জিতেছেন দু’জনই। ভেনাস আর সেরেনা উইলিয়ামসের ম্যাচ মানেই এমন সুবাতাস ছড়িয়ে পড়ে।
তবে ফল তো আসবেই। যেখানে ছোট বোন সেরেনাকে আটকাতে পারেননি ভেনাস উইলিয়ামস। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে বড় বোনকে ৬-৪, ৬-৪ গেমে হারালেন সেরেনা। এর মাধ্যমেই গড়লেন নতুন এক রেকর্ড। জিতে নিলেন ২৩টি গ্র্যান্ড স্ল্যাম একক ট্রফি। যুক্তরাস্ট্রের এই মহা তারকার এবার নিজেকেই ছাড়িয়ে যাওয়ার পালা।
স্টেফি গ্রাফকে পেছনে ফেলে একা উঠে গেলেন শীর্ষে। জার্মান কিংবদন্তি টেনিসের উন্মুক্ত যুগে ২২টি একক গ্র্যান্ড স্ল্যাম জিতে গড়েছিলেন রেকর্ড। মেলবোর্নের সেই রেকর্ড ভাঙ্গলেন সেরেনা। ১৪ বছরের ক্যারিয়ারে পেলেন ২৩তম একক গ্র্যান্ড স্ল্যাম ট্রফি।
সর্বকালের সেরা রেকর্ডটি এখনো দখলে অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্টের। ২৪টি গ্র্যান্ড স্ল্যাম একক উঠেছে তার হাতে।
মেলবোর্নের রড লেভার অ্যারেনায় ৩৫ বছর বয়সী সেরেনা যে চমক দেখালেন তাতে সেই রেকর্ডটাও যে তার হয়ে যেতে কেবল অপেক্ষা। আক্ষেপ ভেনাসের জন্য। ত৩৬ বছর বয়সী এই মার্কিন তারকা সর্বশেষ গ্র্যান্ড স্ল্যাম ট্রফি হাতে তুলেন ২০০৮ সালে। তার পর থেকেই শিরোপা খরা সঙ্গী।
Discussion about this post