অবশেষে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের বেতন বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুধু মাসিক বেতনই নয় ম্যাচ ফি থেকে শুরু করে সব ধরনের সুযোগ-সুবিধা বাড়বে মুশফিক-সাকিব আল হাসানদের। শনিবার সভাশেষেই এ ব্যাপারে বিস্তারিত জানাবে বিসিবি।
তার আগে বোর্ডের সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন মঙ্গলবার তেমনই ইঙ্গিত দিয়ে রাখলেন। তিনি বলেন, ‘বিসিবি প্রতি বছরই তাদের বেতন বাড়াতে চেষ্টা করে। আগামী বোর্ড সভায় ক্রিকেটারদের চুক্তি নিয়ে আলোচনা হবে।’
এর আগে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের বেতন বাড়ানো হয় ২০১৫ সালে। সে বছর তাদের মূল বেতনের চেয়ে ২৫ ভাগ বেশি বাড়ানো হয়। এবার বেতন ৩০ ভাগ বাড়তে পারে। একইভাবে শোনা যাচ্ছে চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন- পারেন নাসির হোসেন, আরাফাত সানি ও আল আমিন হোসেন।
এই তিনজনের জায়গায় আসবেন- তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত ও মেহেদি হাসান মিরাজ।
বোর্ডের সঙ্গে চুক্তিভূক্ত ক্রিকেটার রয়েছেন চার ক্যাটাগরিরতে। তার মধ্যে ‘এ প্লাসে’ থাকা টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীম এবং ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এখন পাচ্ছেন সর্বোচ্চ বেতন। বলা জানা গেছে টেস্ট ক্রিকেটে টাইগার ক্রিকেটারদের ম্যাচ ফি দেড় লাখ টাকা। ওয়ানডেতে এক লাখ ও টি-টুয়েন্টিতে ৭৫ হাজার টাকা করে। এবার সেই অংক বাড়ছে।
Discussion about this post