বল হাতে দারুণ লড়ছিলেন নাহিদা আক্তার, ফাহিমা খাতুনরা। শ্রীলঙ্কাকে চাপে ফেলেছিল তল। কিন্তু বৃষ্টিতে ছন্দপতন। এক ইনিংস পুরো হওয়ার আগেই পরিত্যক্ত হয়ে গেল ম্যাচ। কলম্বোর পি সারা ওভালে ৩৬.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫২ রান তুলে শ্রীলঙ্কা। এরপর বৃষ্টিতে আর খেলা হয়নি। পয়েন্ট ভাগাভাগি করে দুই দল।
শনিবার উইমেন’স চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় সিরিজের প্রথম ম্যাচ থেকে বৃষ্টির সৌজন্যে ১ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। এ নিয়ে চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের টানা তিন ম্যাচ বৃষ্টিতে ভাসল।
এদিন টস জিতে ব্যাট করতে নেমে প্রথম বলেই হার্ষিথা সামারাবিক্রমার উইকেট হারায় শ্রীলঙ্কা। এই ব্যাটারকে এলবিডব্লিউ করেন জাহানারা আলম। এরপর নাহিদার ম্যাজিক। ষষ্ঠ ওভারে বাঁহাতি স্পিনারের আর্মার ডেলিভারিতে এলবিডব্লিউ হন আরেক ওপেনার ভিশ্মি গুনারত্নে। তারপর ফারজানা হক। নাহিদার বলে ডিপ মিড উইকেটে ক্যাচ ধরে শ্রীলঙ্কান অধিনায়ক চামারিকে ফেরান ফারজানা। ৮ চার ও ২ ছয়ে ৩৭ বলে ৪৭ রান করেন চামারি।
মঙ্গলবার এই পি সারা ওভালেই হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা: ৩৬.৪ ওভারে ১৫২/৬ (হার্শিথা ০, ভিশ্মি ১১, চামারি ৪৭, ইমেশা ১০, নিলাকশি ২, প্রাসাদানি ২৪, কাভিশা ৩০, ওশাদি ১৪; জাহানারা ৬-০-৩৫-১, সুলতানা ১০-১-৪৬-১, নাহিদা ৭-২-২৪-৩, রিতু ৫.৪-০-১৮-০, ফাহিমা ৮-০-২৫-১)
ফল: বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত
Discussion about this post