ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ভাদ্রের শুরুতে আকাশ বড্ড মেঘলা। শনিবার, ২২ আগষ্ট দিনভরই রাজধানীতে দেখা মিলল থেমে থেমে বৃষ্টি। আগের রাতেও আকাশ থেকে ঝরেছে অবিরাম ধারা! তবে বেরসিক বৃষ্টিও থামাতে পারেনি বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের। মিরপুরের হোম অব ক্রিকেটে অনুশীলন করতে দেখা গেল তাদের।
সামনেই শ্রীলঙ্কার সফর। তিন টেস্টের সিরিজের আগে অবশ্য ক্যাম্প শুরু হয়নি। তবে জাতীয় ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন চলছে। বিসিবির ব্যবস্থাপনায় ঈদের ছুটির আগে থেকেই শুরু হয়েছে অনুশীলন।
তার অংশ হিসেবে শনিবার বৃষ্টি ভেজা দিনে তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা মেতে থাকলেন প্র্যাকটিসে। ঈদের ছুটি শেষে চতুর্থ দিনের অনুশীলনে যোগ দিলেন পেসার রুবেল হোসেন।
এছাড়া ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, টেস্ট অধিনায়ক মুমিনুল হক, টি-টুয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে অভিজ্ঞ মুশফিকুর রহীম, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুবরা ব্যস্ত রাখলেন নিজেদের। মিরপুরের শেরেবাংলায় সকাল সাড়ে ৮ টা থেকে শুরু হয় অনুশীলন। চলে পৌনে পাঁচটা পর্যন্ত।
এরমধ্যে পেসার শফিউল ইসলাম, আল-আমিন হোসেন ও তাসকিন আহমেদ মিরপুরে অনুশীলন করলেন। তাদের পাশাপাশি এবার দেখা গেল রুবেলকে। বাগেরহাটে নিজ বাড়ি থেকে ফিরে নিজেকে প্রস্তুত করার কাজে নেমে পড়লেন এই পেস বোলার।
আসছে অক্টোবরে শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট সিরিজ। তার আগে সেপ্টেম্বরের শেষ দিকেই দ্বীপ দেশটির উদ্দেশ্যে ঢাকা ছাড়বে টাইগাররা। সফরে তিনটি টেস্ট খেলবে মুমিনুল হকের দল।
Discussion about this post