আগের দিন সন্ধ্যা থেকেই কলম্বোর আকাশে ছিল মেঘ। থেমে থেমে বৃস্টিও ঝরেছে। শনিবার দুপুরে নেমে এলো অঝোর ধারার বর্ষণ। এমনিতে সাধারনত শ্রীলঙ্কায় বৃষ্টি বেশি সময় ধরে নামে না। তারপরও কিছুক্ষণের বৃষ্টিতে ভেসে গেল প্রেমাদাসা স্টেডিয়াম। তখনই শঙ্কা জাগছিল ম্যাচটা কি সময় মতো হবে? অবশ্য এবার বৃষ্টি থেমেছে। স্বস্তির খবর হল কলম্বো সিটির মতো রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা দুর্দান্ত।
এ অবস্থায় মাঠ কর্মীরা ব্যস্ত মাঠ পরিচর্যাতে। কাভার আস্তে আস্তে নামিয়ে পানি সরিয়ে ফেলা হচ্ছে। উইকেট আগেই উন্মুক্ত আছে। আকাশে ঘনকালো মেঘ অবশ্য রয়েছে। বজ্রপাতও হচ্ছে। যদিও আবহাওয়া অফিস জানাচ্ছে সন্ধ্যা ৭টায় আকাশ পরিস্কার হয়ে উঠবে। আর নিদাহাস ট্রফিতে শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে সাড়ে ৭টায় মাঠে নামবে বাংলাদেশ।
এর আগে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরেছিল টাইগাররা। এই ম্যাচে জয় চাইছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি জানালেন, ‘আমদের স্রেফ একটি ম্যাচ দরকার যেটায় আমাদের ভালো করতে হবে। একটু মোমেন্টাম দরকার। এটার জন্য অপেক্ষা করছি। যদি আমরা সেই মোমেন্টাম পেয়ে যাই, তাহলেই অন্য বাংলাদেশকে দেখবেন।’
Discussion about this post