ঢাকা টেস্টেও চোখ রাঙাচ্ছিল বৃষ্টি। কিন্তু শেষ পর্যন্ত ঘন কালো মেঘের নয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে জয় হয়েছে বাংলাদেশের। ২০ রানের সেই জয়ে সিরিজে এগিয়ে গেছে টাইগাররা। সোমবার থেকে শুরু হতে যাওয়া চট্টগ্রাম টেস্ট নিয়েও বৃষ্টির আশঙ্কার কথা শোনাচ্ছে আবহাওয়া অফিস। যদিও তাদের ভবিষ্যতবানী মিথ্যে হয়েছিল ঢাকায়।
আবহাওয়ার পূর্বাভাস সত্য হলে চট্টগ্রাম টেস্ট ড্র থাকতে পারে। জানা গেছে আগামী তিন-চারদিন বৃষ্টির সম্ভাবনা প্রবল। স্থানীয় আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে ৪ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর প্রতিদিনই বৃষ্টি হতে পারে। এমন কী বজ্রপাতের সম্ভাবনাও আছে।
বৃষ্টির কারণে চট্টগ্রাম টেস্টের আগে বাধার মুখে পড়েছিল বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দু’দলের অনুশীলন। বৃষ্টিতে আউটফিল্ড প্রায় পুরোটা কভারে ঢাকা ছিল। কভারে ঢাকা থাকলেও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পিচ যে স্পিন সহায়ক হবে তা বলার অপেক্ষা রাখে না। কয়েক সপ্তাহ আগে এই উইকেটে প্রস্তুতি ম্যাচে স্পিনাররা এখানে সাফল্য পেয়েছেন। তাছাড়া স্পিনে অজিদের এবারো হারাতে চান সাকিব-মিরাজরা।
Discussion about this post