ফের সরব হয়ে উঠল মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। রোজার ঈদের ছুটি শেষ। শ্রীলঙ্কান ক্রিকেট দলও এসে গেছে রাজধানীতে। তারা হোম কোয়ারেন্টাইনে নগররে একটি পাঁচ তারকা হোটেলে। এরমধ্যে মঙ্গলবার বেশ প্রাণবন্ত হয়ে উঠল মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম। বৃস্টিস্নাত দিনে চলল তারকা ক্রিকেটারদের অনুশীলন।
হাতে সময় বেশি নেই। আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ঢাকা পা দিয়ে সফরকারীরা আছে তিনদিনের হোটেল কোয়ারেন্টাইনে। তাদের আগেই প্রস্তুতি শুরু টাইগার ক্রিকেটারদের।
কোয়ারেন্টাইন শেষ করে মঙ্গলবার সতীর্থদের সঙ্গে যোগ দেন আইপিএল ফেরত সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানও। কিন্তু মিরপুরে বৃষ্টির বাধায় পড়লেন তারা। দুপুর শেষেই শুরু হয় থেমে থেমে বৃষ্টি। অনুশীলন বাধাগ্রস্ত হয়। ড্রেসিংরুমে ফেরেন ক্রিকেটাররা।
অনুশীলন বিকেল সাড়ে চারটায় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আবহাওয়ার কারণে ১৫ মিনিট পর মাঠে নামেন ক্রিকেটাররা। কিছুক্ষণ ওয়ার্মআপ করে তারা ভাগ হয়ে নামেন ফুটবল খেলেন। ২ মিনিট না খেলতেই শুরু অঝোর বর্ষণ। তারপর দৌড়ে ড্রেসিংরুমে যান তামিম-সাকিবরা। অনুশীলন হয় মাত্র ২০ মিনিট। এরপর বৃষ্টি থামলে পৌনে পাঁচটার দিকে ফের চলে অনুশীলন। প্লাডলাইট জ্বলে উঠে মিরপুরের শেরেবাংলায়।
এর আগে ২ মে থেকে অনুশীলন শুরু হয়। ১০ মে থেকে ছিল ঈদের ছুটি। অনুশীলন শেষে হোটেলে উঠছে গোটা দল। তার আগেই দ্বিতীয়বারের মতো করোনা পরীক্ষা করা হয়েছে খেলোয়াড়দের। ক্রিকেটার, সাপোর্ট স্টাফের সদস্য, গ্রাউন্ডসম্যান, ম্যাচ অফিসিয়াল আর সম্প্রচারের দায়িত্বে থাকা সর্বমোট ৫১ জনের করোনাভাইরাস পরীক্ষা করা হয়। হোটেলের নির্দিষ্ট কর্মকর্তাদের ও গ্রাউন্ডসম্যানরা ইতোমধ্যে আইসোলেশেনে আছেন।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ২৩ মে। দ্বিতীয় ম্যাচটি ২৫ মে আর শেষ ম্যাচটি ২৮ মে। দিবা-রাত্রির তিনটি ম্যাচই হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।
Discussion about this post