বৃষ্টিতে কেমন যেনো নস্টালজিক হয়ে উঠে মন! অনেকেই ফিরে যান সেই শৈশবে, ছোটবেলায়। সাকিব আল হাসানও ঠিক তেমনটাই করলেন। ডিসেম্বরে নিম্মচাপের বৃষ্টিতে তার উদযাপন দৃষ্টি কাড়ল। রোববার ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা হয়নি বলেই চলে। হলো মাত্র ৬.২ ওভার।
খেলা শেষের ঘোষণা হতেই সাকিব আল হাসানকে দেখা গেল মাঠে। তখন ঝিরঝিরি বৃষ্টি পড়ছে মিরপুরের শেরেবাংলায়। আর সাকিব মেতে উঠললেন সেই শিশুসুলভ আনন্দে। উইকেট ও মাঠের যে অংশ কাভার দিয়ে ঢেকে রাখা সেখানে দৌড়ে এসে স্লাইড করলেন। কেড়ে নিলেন পুরোটা আলো। সন্দেহ নেই বৃষ্টি উপেক্ষা করে মাঠে উপস্থিত হওয়া কিছু সংখ্যক দর্শক পেলেন দারুণ আনন্দ।
দুপুরে খেলা বন্ধ হতেই একাডেমি মাঠে গিয়েছিলেন সাকিব। ছাতা দিয়ে মাথা ঢেকে ব্যাট-প্যাড-হেলমেট নিয়ে হেঁটে দেখা যায় এই তারকাকে। ইনডোর থেকে ড্রেসিংরুমে ফিরছিলেন তিনি। এরপরই হঠাৎ ছুটে যান মাঠের দিকে। কাভারের কাছে আসতেই দিলেন স্লাইড। পুরো শরীরর ভাসালেন কাভারের পানিতে। মুখে আনন্দের হাসি।
ইস্টার্ন স্ট্যান্ডের গ্যালারিতে সকাল থেকেই শ’খানেক দর্শক তারা বেশ আনন্দ পেলেন। দিনে তো খেলাই হয়নি। এ অবস্থায় ঢাকা টেস্টে টস জেতা পাকিস্তানের ১ম ইনিংসে সংগ্রহ ২ উইকেটে ১৮৮ রান। অধিনায়ক বাবর আজম ৭১ ও আজহার আলি ৫২ রানে অপরাজিত রয়েছেন।
এখন অবশ্য সাকিবকে নিয়ে সরব ক্রিকেট অঙ্গন। চলছে আলোচনা-সমালোচনা। দিন কয়েক পরই দল যাবে নিউজিল্যান্ড সফরে। যেখানে দুই টেস্টের সিরিজ খেলতে চাইছেন না সাকিব। এটা জানিয়ে আগের দিন শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চিঠি দিয়েছেন তিনি। চিঠিতে ‘অনিবার্য পারিবারিক কারণের’ কথা উল্লেখ করেছেন। বলেছেন সফর থেকে সরে দাঁড়ানো ছাড়া তার আর কোনো বিকল্প নেই। এখনো তার ছুটি মঞ্জুর করেনি বিসিবি।
অবশ্য তার আগেই সাকিবকে রেখে দল ঘোষণা করেছে বিসিবি। কিউইদের বিপক্ষে ২০২২ সালের প্রথম দিন ১ম জানুয়ারি মাউন্ট মঙ্গানুই সিরিজের প্রথম টেস্ট শুরু। এরপর ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে হবে দ্বিতীয় টেস্ট।
Discussion about this post