ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ম্যাচ নিয়ে শঙ্কা ছিল আগেই। তারপরও আশা জিইয়ে ছিল কিছুটা। যদি রোদ হেসে উঠে! কিন্তু না, হলো না। নির্ধারিত সময়ে টস হয়নি। এরপর বৃষ্টির কারণে আর খেলাই শুরু করা যায়নি। শেষ অব্দি বৃষ্টিতে ভেসে গেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার লড়াই।
মঙ্গলবা ব্রিস্টলে বিশ্বকাপের এই ম্যাচে টসই করতে পারেনি দুই দল। টানা দুই হারের পর জিততে মরিয়া ছিল মাশরাফি বিন মর্তুজার দল। কিন্তু অঝোর ধারার বৃষ্টিতে হতাশই হতে হলো। পরিত্যক্ত ম্যাচ। দুই দলই ১ পয়েন্ট করে ভাগ করে নিয়েছে।
এটি নিয়ে এই ভেন্যুতে টানা দুই ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। শুক্রবার ব্রিস্টলে শ্রীলঙ্কা ও পাকিস্তানের ম্যাচও পরিত্যক্ত হয়।
চলতি বিশ্বকাপে এনিয়ে বৃষ্টিতে কেড়ে নিল তিন ম্যাচ। গত সোমবার সাউথ্যাম্পটনে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে খেলা হয়েছে মাত্র ৭.৩ ওভার।
এ অবস্থায় ৪ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে সাতে আছে বাংলাদেশ। ৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে শ্রীলঙ্কা।
Discussion about this post