ওপার বাংলার গায়ক নচিকেতার সেই অমর গান ‘বৃদ্ধাশ্রম’ অনেকেরই চোখে জল নিয়ে আসে। অাসলেই যে বাবা-মা এতো আদর করে মানুষ করেন তাদের কীনা জায়গা হয় বৃদ্ধাশ্রমে। ব্যাপারটা কষ্ট দেয়া তাসকিন আহমেদকে বিষয়টা একদমই মানতে পারেন না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই পেসার। নিজের ফেসবুক পেজে মা-বাবার পাশে সারা জীবন থাকার জন্য অনুরোধ রাখলেন তিনি।
আগারগাঁও প্রবীণ নিবাসে (বৃদ্ধাশ্রমে) বাবা আবদুর রশীদ, দুই বোন প্রিয়ন্তি ও রোজাকে নিয়ে হাজির গত বুধবার গিয়েছিলেন তিনি। সেখানে প্রায় ৫০ জন অগ্রজের হাতে উপহার তুলে দেন।তাদের সঙ্গে কথা বলতে গিয়ে কেঁদে অশ্রুসজল হয়ে উঠেন তাসকিন। আবেগের বাধ ভেঙ্গে যায়! বৃদ্ধাশ্রমে বাবা-মাকে না পাঠাতে অনুরোধ করেন ভক্তদের।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নিজের অফিসিয়াল পেজে তাসকিন লিখেছেন, ‘আল্লাহ তাদের দীর্ঘজীবী করুক এবং সন্তানদের হেদায়েত দান করুক…। আসুন আমরা তরুণ সমাজ প্রতিজ্ঞা করি মা-বাবাদের পাশে থাকবো এবং শ্রদ্ধা করবো সারা জীবন।’
অাবার তাসকিনকে পেয়েও সেখানে অনেক প্রবীন আবেগপ্রবণ হয়ে উঠেন!
Discussion about this post