চিলিকে ২-০ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হল নেদারল্যান্ডস। অবশেষে জয়ের মুখ দেখল বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। সোমবার গ্র“পের আরেক ম্যাচে স্পেন ৩-০ গোলে হারাল অস্ট্রেলিয়াকে। এই ম্যাচ খেলার আগেই বিশ্বকাপ থেকে বিদায় নেওয়াটা নিশ্চিত হয়ে গিয়েছিল তাদের।
রিও ডি জেনিরোতে প্রথম গোলটি ডাচরা পেয়েছে ৭৭ মিনিটে। বদলি হিসেবে খেলতে নামা লেরয় ফের এগিয়ে দেন দলকে। পরে ব্যবধানটা দ্বিগুণ করেন আরেক বদলি খেলোয়াড় মেমফিস ডিপে।
‘বি’ গ্রুপে অপরাজিত থেকেই শেষ করল নেদারল্যান্ডস। প্রথম ম্যাচে তারা ৫-১ গোলে উড়িয়ে দেয় বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে। এরপর অস্ট্রেলিয়াকে ৩-২ গোলে হারায় তারা।
চিলি প্রথম ম্যাচে ৩-১ গোলে হারিয়েছিল অস্ট্রেলিয়াকে। পরের ম্যাচটা স্পেনের বিপক্ষে পেয়ে যায় ২-০ গোলের চমক জাগানো এক জয়। ‘বি’ গ্রুপের শীর্ষে থাকা ডাচদের তিন ম্যাচ শেষে পয়েন্ট ৯। চিলির ৬। আর স্পেন ৩ পয়েন্ট নিয়ে বিদায় নিল প্রথম রাউন্ড থেকেই। অস্ট্রেলিয়া তিন ম্যাচেই হেরেছে।
এদিকে বড় অসময়ে জ্বলে উঠল স্পেন। অ্যারেনা দা বাইক্সাদা স্টেডিয়ামে নিয়মরক্ষার ম্যাচে স্প্যানিশরা ডেভিড ভিয়ার গোলে ৩৬ মিনিটে এগিয়ে যায় লা রোজা’রা। এরপর ৬৯ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন ফার্নান্দো তোরেস। ৮২ মিনিটে সকারুদের জালে আরো বল পাঠান হুয়ান মাতা।
Discussion about this post