অবশেষে গুঞ্জনই সত্য হল। বিয়ে করে ফেললেন ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড তারকা আনুশকা শর্মা। জানা গেছে- গত ৯ ডিসেম্বর ইতালির মিলানে বিয়ে হল দুজনের। সাত পাঁকে বাঁধা পড়েন সুদুর ইতালিতে। বিয়েতে নিমন্ত্রণ পাননি কোনো ক্রিকেটার! পরিবার আর কাছের কিছু বন্ধুরা ছিলেন সেখানে।
তাদের বিয়ের গুঞ্জন জোরালো হয় গত সপ্তাহে। আনুশকার বাড়ি থেকে বের হতে দেখা গেছে ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জিকে। বলা হচ্ছে, আনুশকার বিয়ের পোশাক বানানোর দায়িত্বটা তাকেই দেয়া হয়েছে। মুম্বাইয়ে তাদের সংবর্ধনা হতে পারে ২৬ ডিসেম্বর।
২৯ বছর বয়সী কোহলি ও আনুশকা ২০১৩ সাল থেকে প্রেম করছেন। শ্যাম্পুর বিজ্ঞাপনের শুটিংয়ে দুজনের পরিচয়। তারপর থেকেই প্রেম। মাঝে অবশ্য সেই প্রেম ভাঙ্গনের গুজবও ছড়িয়ে পড়েছিল। কিন্তু দুজনই বেশি দিন বিচ্ছেদের যন্ত্রণা সহ্য করতে পারেননি! ফের বাধেন জুটি। এবার বিয়েটাও হয়ে গেল তাদের!
ভারতীয় মিডিয়া জানিয়েছে, ইতালির ভূস্বর্গ নামে পরিচিত তুসকানি শহরের একটি রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে তাদের মেহেদী, সংগীত ও বিয়ের নানান আনুষ্ঠানিকতা। পরে মিলানে উড়ে যান দু’জন।
Discussion about this post