ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
হঠাৎ করেই যেন পাল্টে গেলেন লিটন দাস।ব্যাটে টানা সাফল্য। বঙ্গবন্ধু বিপিএলে দুর্দান্ত ব্যাট করে চলেছেন তিনি। এক টানা মিলছে সাফল্য। আগে এক ম্যাচে ঝলক দেখিয়েই চুপসে যেতেন তিনি। এখন থাকছে ছন্দ। নতুন দল রাজশাহী রয়্যালসের হয়ে ১২ ইনিংসে ৪২২ রান করলেন ৩৮.৩৬ গড় ও ১৩৯.৭৩ স্ট্রাইক রেটে।
অথচ তিনিই কীনা বিপিএলে এর আগে ৪০ ইনিংস খেলে রান ছিল ৬৪১, গড় মাত্র ১৬.৪৩!
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে শনিবার ম্যাচ জেতানো ইনিংস খেলার খেলে লিটন জানালেন সাফল্যের রহস্য। বলেন, বিয়ের পরই পাল্টে গেছেন তিনি।
লিটন দাস বলছিলেন, ‘আসলে অনেক সময় নিজের মাথাটা বদলে ফেলতে হয়। বিয়ের পর মাথা খুলেছে। আগে বেশি আগ্রাসী ছিলাম। সংসার জীবনে যাওয়ার পর সাইলেন্ট হয়েছি। বুঝতে শিখেছি। বিয়েটা আমার জন্য সৌভাগ্যেরও হতে পারে।’
২০১৯ সালের জুলাইয়ে দেবশ্রী বিশ্বাস সঞ্চিতার সঙ্গে বিবাহ বিয়ে হয়েছে লিটন। এরপরই পাল্টে যাচ্ছেন একটু একটু করে। খেলায় এসেছে স্থীরতা।
লিটন জানালেন, ‘দেখুন, খুব কম বয়সে বিয়ে করে ফেলেছি। বিয়েটাই আমাকে আরও পরিণত করেছে। দুটো কথা বলি। ২০১৬-১৭ সালে যখন খারাপ খেলেছি, তখন আমার পরিণতবোধ অনেক বাড়িয়ে দিয়েছে। (ক্যারিয়ারে) কখনো খুব একটা ছন্দ হারাইনি। ওই সময় জীবনে অনেক কিছু শিখেছি। ওখানে পরিণতবোধ বেড়েছে। বিয়ের পর আরেকটু বেড়েছে। জানি না কীভাবে বেড়েছে। সেটা মাঠে হোক কিংবা মাঠের বাইরে সব কিছুতেই বেড়েছে।’
এখন এই ধারাবাহিকতাটা জাতীয় দলের হয়ে থাকলেই ভাল।
Discussion about this post