থাইল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচ দিয়ে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব শুরু করল বাংলাদেশ নারী দল। ব্যাটে-বলে একের পর এক রেকর্ড গড়ে ১৭৮ রানের বিশাল জয় তুলে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এটি বাংলাদেশের নারী ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় জয়। একইসঙ্গে বিশ্বরেকর্ড গড়লেন বাংলাদেশের দুই বোলার!
লাহোরের এই ম্যাচে ঝরে পড়েছে রেকর্ডের বৃষ্টি
# সবচেয়ে বড় জয়: ১৭৮ রানে জয়—আগের রেকর্ড ছিল ১৫৪ রান (আয়ারল্যান্ডের বিপক্ষে)
# সর্বোচ্চ দলীয় সংগ্রহ: ২৭২ রান
# এক ইনিংসে দুই ফাইফার: ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌস—নারী ওয়ানডে ইতিহাসে এই প্রথম
প্রথমে ব্যাট করতে নেমে টাইগ্রেসদের শুরুটা ছিল সাবধানী। তবে তৃতীয় উইকেটে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও শারমিন আক্তার গড়েন ১৫২ রানের দুর্দান্ত জুটি, যা এই উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ। জ্যোতি মাত্র ৭৮ বলে সেঞ্চুরি (১৫ চার, ১ ছক্কা)—নারী ওয়ানডেতে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরি। শারমিন ৯৪* রানে অপরাজিত থেকে ইনিংসের শেষে রানের চাকা সচল রাখেন।
শেষ পর্যন্ত ৫০ ওভারে বাংলাদেশ তুলে ফেলে ২৭২ রান, যা নারী ওয়ানডে ক্রিকেটে তাদের সর্বোচ্চ দলীয় স্কোর।
বড় লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই থাই ব্যাটারদের ঘূর্ণি জাদুতে ঘায়েল করেন জান্নাতুল ফেরদৌস ও ফাহিমা খাতুন। দুজনই শিকার করেন ৫টি করে উইকেট-যা নারী ওয়ানডে ইতিহাসে এক অনন্য কীর্তি। ফাহিমা ৮.৫ ওভারে ২১ রান দিয়ে ৫ উইকেট নেন। জান্নাত ৫ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৫ উইকেট তুলেন।
Discussion about this post