আশিক ইকবাল চৌধুরী নামের এক হ্যাকার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) অফিসিয়াল ওয়েবসাইট ‘হ্যাক’ করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের মোড়লিপনার প্রতিবাদ জানাতেই এমনটা করেছেন বাংলাদেশের এই হ্যাকার।
সোমবার ভারতীয় বোর্ডর ওয়েবসাইটে টুকতে গিয়ে দেখা যায়, সেখানে ‘আন্ডার মেইনটেন্যান্স’ লেখা রয়েছে।
জানা যায় রোববার রাতেই বাংলাদেশের হ্যাকাররা বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটটির নিয়ন্ত্রণ নেয়। ওয়েবসাইটটির পাতায় বাংলাদেশ জাতীয় দলের ছবিসহ লেখা ছিল-‘ডোন্ট মেস আপ উইথ টাইগার্স’। এমন তথ্য জানিয়েছে এনডিটিভি। ( http://sports.ndtv.com/cricket/news/220047-bccis-website-hacked-defaced-reports )
বলা দরকার, ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ক্রিকেট কর্তারা আইসিসির পুরো নিয়ন্ত্রণ নিতে চাইছে। ২৮-২৯ জানুয়ারি দুবাইয়ে অনুষ্ঠেয় আইসিসির সভায় তোলা হবে নতুন সংস্কার প্রস্তাব।
যাতে আইসিসির ক্ষমতা চলে যাবে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের হাতে। আয়ের ভাগও তারা বেশি পাবে। থাকবে না আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি)। এসব সংস্কার প্রস্তাব তোলা হবে ভোটাভুটির জন্য। তাতে সংস্কারের পক্ষে ১০ পূর্ণ সদস্যের মধ্যে অন্তত সাত ভোট পেতে হবে। কিন্তু ইতোমধ্যেই এ প্রস্তাবের বিরোধিতা করেছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। প্রোটিয়া ক্রিকেট বোর্ড তো ইতোমধ্যেই আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়ে এ ‘দুরভিসন্ধিমূলক’ প্রস্তাব প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। বাকিরা আনুষ্ঠানিকভাবে না জানালেও আইসিসির সভায় জোরালো প্রতিবাদ করবে বলেই আভাস দিয়েছে।
Discussion about this post