ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এখনই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হচ্ছে না বাংলাদেশের। কোয়ারেন্টিন ইস্যুতে স্থগিত হয়েছে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর। তবে তিন দলের ওয়ানডে টুর্নামেন্ট দিয়ে ঘরের মাঠে ফিরছে বাংলাদেশের ক্রিকেট। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আগামী রোববার থেকে শুরু হচ্ছে তিন দলের টুর্নামেন্ট বিসিবি প্রেসিডেন্টস কাপ। যে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে লড়বে মাহমুদউল্লাহ একাদশ ও শান্ত একাদশ।
প্রেসিডেন্টস কাপে তিন দলের নেতৃত্ব আছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ ও নাজমুল হোসেন শান্ত। অধিনায়কদের নামেই নামকরণ করা হয়েছে দলগুলোর। একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। আগামী ২৩ অক্টোবর হবে টুর্নামেন্টের ফাইনাল। সব ম্যাচ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে। খেলা শুরু হবে দুপুর দেড়টায়। টুর্নামেন্টের ফাইনাল সরাসরি টিভিতে সম্প্রচার করা হবে।
টুর্নামেন্টের সূচি:
১১ অক্টোবর : মাহমুদউল্লাহ একাদশ-শান্ত একাদশ
১৩ অক্টোবর : মাহমুদউল্লাহ একাদশ-তামিম একাদশ
১৫ অক্টোবর : তামিম একাদশ-শান্ত একাদশ
১৭ অক্টোবর : মাহমুদউল্লাহ একাদশ-শান্ত একাদশ
১৯ অক্টোবর : মাহমুদউল্লাহ একাদশ-তামিম একাদশ
২১ অক্টোবর : তামিম একাদশ-শান্ত একাদশ
২৩ অক্টোবর : ফাইনাল
Discussion about this post