ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সাকিব আল হাসান মানেই বড় খবর। সেটা মাঠ এবং মাঠের বাইরে দুই জায়গাতেই। এখন তাকে ঘিরেই সরগরম ক্রিকেটাঙ্গন। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছেন নিউজিল্যান্ড সফর থেকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নিতে এপ্রিলে শ্রীলঙ্কা সফরেও যাচ্ছেন না তিনি। ক্রিকেট বোর্ড ছুটি দিয়েছে সাকিবকে।
সোমবার মিরপুরে এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, ‘সাকিবকে কি খেলানো যেত না জোর করে? অবশ্যই যেত, হয়তো সে খেলত। কিন্তু আমরা ওইটা চাচ্ছি না। আমরা চাই যারা খেলাটাকে ভালবাসে তারাই খেলুক। জোর করে আমরা কাউকে খেলাতে চাই না। ধরেন জোর করে চেষ্টা করলাম। কিন্তু জোর করে তো খেলানোর কোনও মানে হয়না। আমার মনে হয় তাতে হয় আমরা ভবিষ্যতে আগাতে পারছি না, পিছনের দিকে যাচ্ছি। এখন সবাই যদি ফ্রি থাকে ওপেন থাকে, কাউকে জোর করব না।’
কেউ জাতীয় দলের হয়ে খেলতে না চাইলে তাকে এখন থেকে আটকাবে না বিসিবি। টেস্ট ফরম্যাটে শেষ ৭ ম্যাচের ৬টিতেই হেরেছে বাংলাদেশ। এ ফরম্যাটে সাকিব খেলতে অস্বীকৃতি জানালে তার ছুটি কেন মঞ্জুর করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড? এনিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সরাসরি উত্তর দেননি।
পাপন জানান, ‘ব্যক্তিগতভাবে আমার কোনও যায় আসে না। তবে আমার কাছে সব থেকে বেশি খারাপ লেগেছে যে সময়টাতে যে সমস্ত খেলোয়াড়দের কাছ থেকে সব থেকে বেশি আশা করেছিলাম, দলকে সাপোর্ট দিবে, আমাদের কে আশ্বস্ত করবে, এসে বলবে পাপন ভাই, আমরা নিশ্চিত জিতবো। এই জায়গাতে একটু কষ্ট লেগেছে।’
সাকিব ইস্যুতে সোমবার বোর্ড সভায় বসেছিলেন বিসিবির কর্তারা। যেখানে সভাপতি পাপন ছাড়াও উপস্থিত ছিলেন বোর্ড পরিচালকগণ ও দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার সুমন।
Discussion about this post