বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন কমিটির ব্যস্ততা শুরু হয়ে গেছে। গত ৬ অক্টোবরের নির্বাচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার সঙ্গে সহ-সভাপতি হিসেবে আছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন শিমুল।
নির্বাচনের পর প্রথম সভা শেষে এবার বসতে যাচ্ছে নতুন বোর্ডের দ্বিতীয় সভা, যেখানে থাকবে একগুচ্ছ গুরুত্বপূর্ণ ইস্যু-বিশেষ করে আসন্ন বিপিএল আয়োজন, টেস্ট অধিনায়কত্ব ও ফিক্সিং রিপোর্ট।
সোমবারর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বোর্ড কার্যালয়ে অনুষ্ঠিত হবে এই সভা। বিসিবির ২৪ সদস্যের পরিচালনা পর্ষদ-যার মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত একজনও রয়েছেনসভায় অংশ নেবেন।
সোমবারের সভায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন। এবারের আসর কবে, কোথায় এবং কীভাবে অনুষ্ঠিত হবে-সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। টুর্নামেন্টের কাঠামো, দলবদল ও সম্প্রচার নীতিমালা নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে।
গত আসরে ফিক্সিং সংক্রান্ত বিতর্কে নড়েচড়ে বসেছিল পুরো ক্রিকেট অঙ্গন। বিসিবি এরই মধ্যে তদন্ত শেষ করে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুত করেছে। সেটি রোববারের সভায় উপস্থাপন করা হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে কঠোর পদক্ষেপের সুপারিশ আসতে পারে।
শুধু পুরুষ দল নয়, নারী দলের সাম্প্রতিক পারফরম্যান্স এবং কোচিং স্টাফদের ভূমিকা নিয়েও আলোচনায় থাকবে বিসিবি। বিশ্বকাপ ও আন্তর্জাতিক সূচি সামনে রেখে দুই দলের প্রস্তুতি কেমন চলছে, সেটিও মূল্যায়নের অংশ হবে এই সভায়।










Discussion about this post