বাংলাদেশের ক্রিকেটে আরেকটি নতুন অধ্যায় যোগ হতে যাচ্ছে। দেশের হয়ে তিন ফরম্যাটেই খেলা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এবার নাম লেখাতে যাচ্ছেন আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্স থেকে ডাক পেয়েছেন তিনি। তার সেই যাত্রায় অনুমোদন দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, ২২ থেকে ২৫ মে পর্যন্ত মিরাজকে পিএসএলে খেলার জন্য এনওসি (অনাপত্তিপত্র) দেওয়া হয়েছে। এর ফলে, মিরাজের পিএসএল অভিষেকের পথ সম্পূর্ণভাবে খুলে গেল।
পিএসএলের গ্রুপ পর্ব শেষ করে লাহোর কালান্দার্স নিশ্চিত করেছে প্লে-অফ। তবে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় সিকান্দার রাজা জাতীয় দলের দায়িত্বে থাকায় ছিটকে যাচ্ছেন এবারের আসর থেকে। তার বিকল্প হিসেবেই মিরাজকে বেছে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এনওসি পাওয়ার ফলে মিরাজ অংশ নিতে পারবেন, ২২ মে এলিমিনেটর ম্যাচ, ২৩ মে: দ্বিতীয় কোয়ালিফায়ার (জিতলে) ও ২৫ মে ফাইনাল (জিতলে)।
মেহেদী হাসান মিরাজ এর আগে কোনও বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেননি। এটাই হতে যাচ্ছে তার আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্যারিয়ারের প্রথম অভিজ্ঞতা। এই দলে সতীর্থ হিসেবে সাকিব আল হাসানকে পাবেন তিনি।
Discussion about this post