ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গত সোমবার ১১ দফা দাবিতে ধর্মঘট ডেকেছিলেন সাকিব আল হাসানরা। দুই দিন না পেরুতেই দফা দাবির সঙ্গে আরও দুটি দফা যোগ করে বোর্ডকে একটি চিঠি পাঠিয়েছেন তারা।
বুধবার সন্ধ্যায় গুলশানে সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের মুখপাত্র হয়ে কথা বলেন তাদের আইনি পরামর্শক ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান। ক্রিকেটাররা নতুন যে দুটি দাবি যোগ করেছেন, তাদের একটি হচ্ছে— বোর্ডের রাজস্বের ন্যায্য হিস্যা। এ ছাড়া নারী দলকেও দিতে হবে রাজস্বের ন্যায্য ভাগ। শুধু রাজস্বের ভাগ নয়, সাকিবরা যেসব সংস্কারের কথা বলেছেন, নারীদের ক্রিকেটেও তা বাস্তবায়ন করতে হবে। আর ক্রিকেটার হিসেবে ছেলেদের সমান সম্মানের কথাও চিঠিতে উল্লেখ করেছেন ক্রিকেটাররা।
রাজস্ব ভাগাভাগির ব্যাপারটি এসেছে তার ব্যাখ্যায় মুস্তাফিজুর রহমান বলেন, ‘ক্রিকেটের ব্যবস্থাপনায় আমরা স্বচ্ছতা চাই। জবাবদিহি চাই। (বোর্ডে) যে রেভিনিউ (রাজস্ব)হচ্ছে, তার ন্যায্য হিস্যা ক্রিকেটারদের চাই। ক্রিকেটারদের ১৩তম ও শেষ দফা দাবি ছিল, নারীদের ক্ষেত্রেও একই সংস্কার । নারীদেরও তাদের খেলার ভিত্তিতে ন্যায্য হিস্যা দিতে হবে। সেখানে উল্লেখ আছে পুরুষের সমান সম্মান ও পারিশ্রমিক পাওয়ার কথা।’
বুধবার সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান, আবদুর রাজ্জাকসহ অনেক ক্রিকেটারই উপস্থিত ছিলেন।
এর আগে গত সোমবার শেরেবাংলা স্টেডিয়ামে এগারো দফা দাবি উপস্থাপন করে ধর্মঘটের ডাক দেন ক্রিকেটাররা। এরপর মঙ্গলবার সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান এ ধর্মঘটকে ‘ষড়যন্ত্রের অংশ’ বলে মন্তব্য করেন। তবে বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর বোর্ড প্রধান জানান খেলোয়াড়দের সঙ্গে বসতে রাজি। তাদের দাবি মানেতে কোন সমস্যা নেই।
Discussion about this post