বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা দিয়েছে যে, আজ বৃহস্পতিবার চলমান বাংলাদেশ-পাকিস্তান তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের টিকিট বিক্রি থেকে প্রাপ্ত সম্পূর্ণ আয় ব্যয় করা হবে সাম্প্রতিক দুটি জাতীয় দুর্ঘটনার ক্ষতিগ্রস্তদের সহায়তায়।
বিসিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘আজ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের টিকিট বিক্রির পুরো আয় সাম্প্রতিক জাতীয় ট্র্যাজেডিগুলোর প্রেক্ষিতে মানবিক সহায়তায় দান করা হবে।’
এই আয় প্রদান করা হবে দুইটি খাতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে। ও ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদদের সহায়তায় গঠিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে।
গত ২১ জুলাই ঢাকার উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হলে হতাহতের ঘটনা ঘটে। পরদিন রাষ্ট্রীয়ভাবে শোক পালিত হয়। অন্যদিকে, ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত রাজনৈতিক সহিংসতায় একাধিক প্রাণহানি ঘটে।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে পারা বিসিবির জন্য গর্বের বিষয়। ক্রিকেট দেশের জাতীয় আত্মার অংশ। এ ধরনের দুঃসময়গুলোতে বিসিবি সবসময় মানবিক অবস্থানে থাকবে।’
Discussion about this post