ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নতুন বছরেই বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। পূর্ণাঙ্গ সেই সিরিজের আগে বেশ সতর্ক তাদের ক্রিকেট সংস্থা। কারণটাও সংগত, করোনাভাইরাস পাল্টে দিয়েছে গোটা বিশ্বের চিত্র। এ অবস্থায় বাংলাদেশের জৈব সুরক্ষা বলয় দেখতে এসে খুশি সফরকারী দলের প্রতিনিধিরা।
ক্যারিবীয় দলের জন্য সুখবর-কোয়ারেন্টিনের কঠিন নিয়ম রাখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঢাকায় পা রাখার পর সাত দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে তাদের। এরমধ্যে ৩ দিন থাকতে হবে হোটেল কক্ষে। তারপরই কোয়ারেন্টিনে থেকে অনুশীলন সুবিধা পাবেন দলটির ক্রিকেটাররা।
এর আগে গত শনিবার কোভিড পরিস্থিতিতে সার্বিক স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে ঢাকায় আসে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের দুই সদস্যের প্রতিনিধি দল। তারা ঢাকা ও চট্টগ্রামে ভেন্যু, হোটেল, হাসপাতাল, প্রস্তুতি ম্যাচের সম্ভাব্য ভেন্যু বিকেএসপিসহ সংশ্লিষ্ট অন্যান্য জায়গা পরিদর্শন করেন।
প্রতিনিধি দলের সদস্য ও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পরিচালক আকশাই মানসিং জানিয়েছেন- বাংলাদেশের সার্বিক ব্যবস্থাপনা ও পরিকল্পনায় সন্তুষ্ট তারা। বলেন, ‘সফরে বিসিবি যে প্রটোকলের কথা আমাদের জানিয়েছে, তা খুবই পরিকল্পিত। ঢাকা ও চট্টগ্রামে যা আমরা দেখেছি তাতে খুশি। আমাদের পর্যবেক্ষণ আমরা ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পরিচালকদের জানাব।’
এখন পরিচালকদের অনুমতি পেলেই সফরে আসবে ক্যারিবীয় দল। সেটা হলে তারা বাংলাদেশের সঙ্গে ৩ টেস্ট, ৩ ওয়ানডে ও ২ টি-টুয়েন্টি খেলবে। খেলার ভেন্যু ঢাকা ও চট্টগ্রাম। তবে একটি টেস্ট কম খেলা নিয়েও কথা হচ্ছে।
Discussion about this post