বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) বহুল আলোচিত নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১০ অক্টোবর বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবে। বিসিবির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ক্রীড়া মন্ত্রনালয়ের যুগ্ম সচিব আব্দুর রহমান দায়িত্ব গ্রহনের ২৪ ঘন্টার মধ্যেই এই নির্বাচনের তারিখ ঘোষণা করা হল। বৃহস্পতিবার এই নির্বাচনের তারিখ ঘোষণার প্রজ্ঞাপন জারি করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বিসিবিতে তিন ক্যাটাগরিতে পরিচালক পদে নির্বাচন হবে। ক্যাটাগরি-১-এ দশজন পরিচালক, ক্যাটাগরি-২ এ বারোজন পরিচালক এবং ক্যাটাগরি-৩ এ একজন পরিচালক পদে নির্বাচন হবে। এই নির্বাচিত পরিচালকরা বোর্ডের সভাপতি চূড়ান্ত করবেন।
খসড়া ভোটার তালিকা:—–
নির্বাচনের খসড়া ভোটার তালিকা ঘোষণা করা হবে ২৭ সেপ্টেম্বর শুক্রবার। এনএসসির ৬ষ্ঠ তলায় প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় এবং সংশ্লিষ্ট অফিস সমূহের নোটিশ বোর্ড ও জাতীয় ক্রীড়া পরিষদের ওয়েব সাইটে এই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।
আপত্তি গ্রহন ও শুনানি:——
প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহন এবং শুনানি ২৯ সেপ্টেম্বর রোববার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হবে। প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় এবং সংশিষ্ট অফিস ৩০ সেপ্টেম্বর বিকাল ৩টায় চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
মনোনয়নপত্র বিতরণ:——
১ অক্টোবর থেকে নির্বাচনের মনোনয়ন পত্র বিতরণ শুরু হবে। রিটার্নি অফিসার ও উপ পরিচালক (ঢাকা) জাতীয় ক্রীড়া পরিষদ, ঢাকা এর কার্যালয় থেকে প্রত্যেক কাউন্সিলর নগদ ৫হাজার টাকার (অফেরতযোগ্য) বিনিময়ে প্রতিটি মনোনয়নপত্র গ্রহন করতে পারবেন। সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত এই মনোনয়ন পত্র বিতরণ করা হবে।
মনোনয়নপত্র দাখিল ও বাছাই:—–
৩অক্টোবর সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রিটার্নি অফিসার ও উপ-পরিচালক (ঢাকা) জাতীয় ক্রীড়া পরিষদের ঢাকা কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করা যাবে।
একই কার্যালয়ে ৫ অক্টোবর মনোনয়নপত্র বাছাই ও তালিকা প্রকাশ করা হবে।
এই মনোনয়নপত্র নিয়ে কারো কোন আপত্তি থাকলে সেটা গ্রহন এবং সেই আপত্তির শুনানি সম্পন্ন করা হবে ৬ অক্টোবর সকাল ১১টা থেকে বিকাল ৪টার মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে।
মনোনয়নপত্র প্রত্যাহার:—–
৭অক্টোবর বিকাল ৪টার মধ্যে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
একই দিন বিকাল সাড়ে ৪টায় নির্বাচনে প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ ও ব্যালেট নম্বর দেয়া হবে।
নির্বাচন ও প্রাথমিক ফল প্রকাশ:——
১০ অক্টোবর এনএসসি টাওয়ারের ৬ষ্ঠ তলার সভাকক্ষে বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহন চলবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
বিসিবির নির্বাচন কমিশনার মোঃ আব্দুর রহমান জানিয়েছেন নির্বাচন শেষ হওয়ার পর সেদিনই নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে।
Discussion about this post