ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগামী ২৯ অক্টোবর আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্ত হবেন সাকিব আল হাসান। মূলত এরপরই এ তারকার আর মাঠে ফিরতে বাঁধা থাকবে না। এজন্য এখন থেকেই মধ্য নভেম্বরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে হতে যাওয়া পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্টে চোখ রাখছেন তিনি। সব কিছু ঠিক থাকলে এ তারকা চেনা পরিবেশে ফিরবেন এ টুর্নামেন্ট দিয়েই।
আগেই বিসিবি সভাপতি নাজমুল হাসান আগেই আভাস দিয়েছেন, মধ্য নভেম্বরে বিসিবির আয়োজনে হতে যাওয়া পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন সাকিব ও মাশরাফি বিন মুর্তজা। নির্বাচকেরা এ দুজনকে রেখেই দল গঠন করছেন।
আপাতত সাকিব রয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকে নিয়োমিত দেশের ক্রিকেটের খোজখবর রাখছেন তিনি। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী এ ব্যাপারে জানিয়েছেন, ‘টুর্নামেন্টটা যখন হবে, তত দিনে সাকিবের নিষেধাজ্ঞা উঠে যাবে। যুক্তরাষ্ট্র থেকে আমার সঙ্গে সর্বশেষ যখন ফোনে কথা হলো, তখনো সে টুর্নামেন্টের ব্যাপারে খোঁজখবর নিয়েছে।’
বিসিবির ঐ টুর্নামেন্টে খেলবেন বলে প্রতিনিয়ত সাকিব অনুশীলনও করছেন। গতকাল তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ফেসবুকে দেওয়া একটি ছবিও সেটিই বলছে। লাল ইটের বাড়ির সামনে সবুজ ঘাসে ঢাকা লন। সেখানে ঘাস কাটার মেশিন দিয়ে ঘাস কাটছেন সাকিব। ছবির সঙ্গে সাকিবের স্ত্রী ইংরেজিতে যা লিখেছেন, বাংলায় সেটির অর্থ দাঁড়ায়, ‘…এদিকে চলছে ফিটনেস ধরে রাখার কাজ।
উইসকনসিন রাজ্যের মেডিসন শহরে ক্রিকেট অনুশীলনের সুবিধা হয়তো তেমন নেই। তবু কিছু কাজ সাকিব সেখানে ঠিকই চালিয়ে যাচ্ছেন। ফিটনেস নিয়েই কাজটা হচ্ছে বেশি।
ফিটনেস ঠিক রাখার পাশাপাশি সীমিত সুযোগের মধ্যে সাকিব যুক্তরাষ্ট্রে করছেন কিছু স্কিল ট্রেনিংও। ব্যাটিং, বোলিংয়ের কিছু ড্রিল, যেগুলো ঘরে বা অল্প জায়গার মধ্যে করা যায়, সেসব করেই সাকিব চেষ্টা করছেন খেলার অভ্যাস ফেরাতে।
Discussion about this post