স্থানীয় কোচের দিকে এবার নজর দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ ক্রিকেটের শীর্ষ পর্যায়ে স্থানীয় কোচের সংখ্যা বাড়াতেই এবার নিয়োগ পেলেন তিন সাবেক ক্রিকেটার। বিসিবির পরিচালনা পর্ষদের সবশেষ সভায় বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার রাজিন সালেহ, তুষার ইমরান ও তারেক আজিজকে বিসিবির কোচ হিসেবে নিয়োগ দেওয়া হলো।
এরমধ্যে রাজিন ও তুষার ব্যাটিং কোচ, পেস বোলিং কোচ হিসেবে কাজ করবেন তারেক আজিজ খান।
রাজিন সালেহর সঙ্গে লম্বা সময়ের জন্য চুক্তি করতে চেয়েছিল বিসিবি। শেষ অব্দি রাজিন রাজি না হওয়ায় চুক্তি হলো তিন মাসের। এইেকোচের বেতন দিনপ্রতি সাড়ে সাত হাজার টাকা। রাজশাহীতে বিসিবি হাই পারফরম্যান্স বিভাগের ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন তিনি। এইচপি দলের আসন্ন অস্ট্রেলিয়া সফরেও যাবেন রাজিন সালেহ।
তুষার ইমরানকে দীর্ঘ মেয়াদে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিল বিসিবি। পেস বোলিং কোচ হিসেবে চাকরি পেলেন সাবেক এই পেসার। প্রতি মাসে ১ লাখ ৩০ হাজার টাকা তার। একইভাবে তারেক আজিজও সমান বেতনে ৩ বছরের চুক্তি করলেন বিসিবির সঙ্গে।
গত ২২ জুন থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে পেসারদের সঙ্গে কাজ করছেন তারেক আজিজ। একইসঙ্গে মাসে ৬০ হাজার টাকা বেতনে বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে নাদিফ চৌধুরীকে।
Discussion about this post