ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গুঞ্জনটা ছিল আগেই। এবার বাস্তবতার ছোঁয়া মিলল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তিন মাসের মাথায় স্ট্যান্ডিং কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিসিবির দ্বিতীয় বোর্ড সভায় বণ্টন করা হয় পদ। আর সেখানেই ছিল চমক। বহুল আলোচিত ক্রিকেট অপারেশন্স বিভাগের দায়িত্বে পেলেন জালাল ইউনুস।
আকরাম খানের চেয়ারে বসা জালাল ইউনুস আগের কমিটিতে মিডিয়া কমিটির চেয়ারম্যান ছিলেন। এবারের কমিটিতে মিডিয়া কমিটির চেয়ারম্যান হলেন তানভীর আহমেদ টিটু। তবে বোর্ডে আছেন আকরাম। তিনি পেলেন ফ্যাসিলিটিজ বিভাগের দায়িত্ব।
ছুটির দিনে বিসিবি কার্যালয়ে বিকেলে শুরু হয় দ্বিতীয় বোর্ড সভা। নির্বাচনের পর প্রথম বোর্ড সভায় বিসিবি সভাপতি নির্বাচন করেন পরিচালকরা। সব মিলিয়ে স্থায়ী কমিটিতে ব্যাপক রদবদল এসেছে।
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভার পর নাজমুল হাসান পাপন নিশ্চিত করেছেন। জেমি সিডন্স হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের নতুন ব্যাটিং পরামর্শক। এর আগে জেমি সিডন্স ছিলেন টাইগারদের হেড কোচ। ঘরের মাঠে ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের পর সরে দাঁড়ান তিনি।
চলুন দেখে নেই বোর্ডে কে কোন দায়িত্বে
মিডিয়া কমিটির চেয়ারম্যান : তানভীর টিটো, ভাইস চেয়ারম্যান জালাল ইউনুস
গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান : খালেদ মাহমুদ সুজন, ভাইস চেয়ারম্যান ফাহিম সিনহা
হাই পারফরম্যান্স ইউনিটের চেয়ারম্যান : নাঈমুর রহমান দুর্জয়, ভাইস চেয়ারম্যান আকরাম খান
টুর্নামেন্ট কমিটি চেয়ারম্যান : আহমেদ সাজ্জাদুল আলম ববি, ভাইস চেয়ারম্যান সুজন
গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান : মাহাবুব আনাম
ফ্যাসাটিলিটিজ কমিটির চেয়ারম্যান : আকরাম খান
বাংলা টাইগার্সের চেয়ারম্যান : কাজী এনাম আহমেদ
স্কুল ক্রিকেটের চেয়ারম্যান : ওবায়েদ নিজাম,
ভাইস চেয়ারম্যান : তানভীর টিটো
আম্পায়ারস কমিটি:
চেয়ারম্যান: ইফতেখার রহমান মিঠু
সিসিডিএম:
চেয়ারম্যান: সালাউদ্দীন চৌধুরী
মার্কেটিং:
চেয়ারম্যান: শেখ সোহেল
বিপিএল গভর্নি:
চেয়ারম্যান: শেখ সোহেল।
Discussion about this post