পরিবারকে সময় দেওয়ার কথা বলে নিজের সিদ্ধান্তেই অনঢ় থাকলেন শেন জার্গেনসন। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে সভায় বসেছিলেন তিনি। সেখানেও পুরনো কথাটাই বললেন এই অস্ট্রেলিয়ান। জানালেন পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে দাড়াবেন না তিনি।
অবশ্য তাকে বিসিবি প্রধান পাপন ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দ্বায়িত্ব চালিয়ে যেতে অনুরোধ করেছিলেন। কিন্তু জার্গেনসন সেই প্রস্তাবে সাড়া দেননি।
এরইমধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেটে শেষ হল শেন জার্গেনসন অধ্যায়।
তবে জুলাইয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের যে সিরিজ হবে সেটাতে কোচ থাকতে রাজী আছেন তিনি। যদিও বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন সুজন জানালেন, তারা জার্গেনসনের এই প্রস্তাবে রাজী নয়। তিনি সভা শেষে বলছিলেন, ‘দেখুন কেউ চলে যাওয়ার ইচ্ছে প্রকাশ করলে তাকে ধরে রাখার দরকার নেই। আমরা মনে করি এ অবস্থায় তিনি তার শতভাগ দিতেও পারবেন না।’
বিদায় বেলাতে অবশ্য কোন ক্ষোভের কথা শোনান নি জার্গেনসন। বিশেষ করে এ দেশের ক্রিকেটপ্রেমীদের ধন্যবাদ জানিয়েছেন। সহযোগিতার জন্য মিডিয়ার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
এশিয়া কাপ এরপর টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বাজে পারফরমেন্সের পর সমালোচিত হচ্ছিলেন কোচ জার্গেনসন।
সেই ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাটিতে অনুষ্ঠিত সিরিজে অর্ন্তবর্তীকালীন কোচের দায়িত্ব পালন করেন জার্গেনসন। এরপর ২০১৩ সালের ফেব্রুয়ারিতে মূল কোচ হিসেবে জাতীয় দলের দায়িত্ব পান তিনি।
বিসিবি ২০১৫ সালের বিশ্বকাপ পর্যন্ত তার চাকরির মেয়াদ বাড়িয়েছিল। কিন্তু তার আগেই বিদায় নিলেন তিনি।
রেকর্ডে জার্গেনসন যুগ
ম্যাচ জয় পরাজয় ড্র/পরিত্যাক্ত
ওয়ানডে ২১ ৮ ১২ ১
টেস্ট ৯ ১ ৪ ৪
টি-টুয়েন্টি ১৪ ৩ ১১
Discussion about this post