ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
খবরটা বাতাসে ভাসতেই রীতিমতো অভিনন্দনের বৃষ্টিতে ভেসে যাচ্ছিলেন তিনি। নতুন পরিচয়ের জন্য প্রস্তুতিও নিচ্ছিলেন শাহরিয়ার নাফীস। বলা হচ্ছিল তিনি হতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন ক্রিকেট অপারেশন্স ম্যানেজার। কিন্তু সেই সম্ভাবনা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। খোদ প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন দেশের একটি পত্রিকাকে জানালেন, খবরটি সত্য নয়।
ক্রিকেট অপারেশন্স কমিটিতে যুক্ত করার ভাবনা থাকলেও ম্যানেজার করা হচ্ছে না নাফীসকে। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানান, ‘দেখুন আমরা নাফীসকে ক্রিকেট পরিচালনা বিভাগে নিচ্ছি। তবে বর্তমানে যে ম্যানেজার আছেন সাব্বির খান, ও তার দায়িত্ব পালন করবে। সরানো হচ্ছে না তাকে।’
এ অবস্থায় নাফীসকে এই বিভাগে অন্য কোনো পদে রাখার কথা ভাবছে বিসিবি। তাকে কি পদ দেয়া হবে সেটি ঠিক হয়নি। ৭২ ঘন্টার মধ্যে এনিয়ে সিদ্ধান্তের কথা জানাতে পারে বিসিবি। সবকিছু নিশ্চিত হলে আনুষ্ঠানিকভাবে জানাবে বিসিবি।
একসময় জাতীয় দলের নিয়মিত ক্রিকেটার ছিলেন নাফীস। কিন্তু ২০১১ সালে দেশের হয়ে খেলেছেন শেষ ওয়ানডে। ২০১৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেন নিজের শেষ টেস্ট। জাতীয় দলে খেলার সম্ভাবনা মিলিয়ে গেলেও ৩৫ বছর বয়সী এ ব্যাটসম্যান নিয়মিত খেলছেন ঘরোয়া ক্রিকেট।
এ অবস্থায় গুঞ্জন ছিল তিনি হতে পারেন জাতীয় দলের নির্বাচক। যদিও তৃতীয় নির্বাচক হিসেবে মিনহাজুল আবেদিন ও হাবিবুল বাশারের সঙ্গে যুক্ত করা হলো স্পিনার আবদুর রাজ্জাককে। এ অবস্থায় নিজামউদ্দিন চৌধুরী জানাচ্ছিলেন, ‘ ক্রিকেট অপারেশন্স ম্যানেজার পদে আমাদের একজন কাজ করছেন দীর্ঘদিন ধরে। তিনি বেশ অভিজ্ঞ। তার জায়গায় অনভিজ্ঞ নাফীসকে এখনই নিয়োগ আমরা দিচ্ছি না। যে কাজটি ও পারবে, তার উপযোগী, সেটিই করতে দেয়া হবে তাকে।’
যদিও নাফীস এমন খবরে এখনই কিছু বলতে নারাজ। বিসিবির কাছ থেকে চূড়ান্তভাবে নিয়োগপত্রের অপেক্ষায় আছেন তিনি।
Discussion about this post