ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে না গিয়ে দেশে ফিরলেন সাকিব আল হাসান। রোববার লন্ডন থেকে ঢাকায় ফিরে আসেন দেশসেরা এই ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ডেকে পাঠানোয় ফিরতে হল তাকে।
অনুমতি না নিয়ে সিপিএলে খেলতে যাওয়া নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে, তার ব্যাখ্যা দেবেন সাকিব।
দেশে ফেরার আগে টুইটারে এই অলরাউন্ডার লিখেছেন- ’আমি সব কিছু শুনেছি। দেখছি এবং অপেক্ষা করছি। আপনাদের সবার কাছে একটাই অনুরোধ থাকবে- দুই পক্ষের কথা না শুনে আগে থেকে কোনো মন্তব্য করবেন না।’ এরপরই সাকিবের আরেক টুইট- ‘আমি এখন বাংলাদেশের পথে।
দেশে ফিরে আমি আমার অবস্থান পরিষ্কার করব ইনশাল্লাহ।’ একইসঙ্গে সাকিব জানান দেশের হয়ে আরো দশবছর খেলতে চান তিনি।
জানা গেছে বিসিবি কর্তা আকরাম খানের অনুমতি নিয়ে সিপিএল খেলতে যাচ্ছিলেন। এ কথা জানিয়েছেন সাকিব। তারপরও বিষয়টা নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন স্পষ্ট জানিয়ে দেন, বোর্ডের অনুমতি না নিয়েই ঢাকা ছাড়েন সাকিব। সাকিব দেশে ফিরে বিমানবন্দের বললেন ‘ভুল বোঝাবুঝিতে এই সমস্যা। লর্ডসের দুইশ’ বছর পূর্তি উপলক্ষে ম্যাচের জন্য এনওসি নেয়া ছিল আমার। ধারণা ছিল, এটার সাথে বোধহয় সিপিএলের এনওসি বোধ হয় নেয়া ছিল। আমি বিগব্যাশের এনওসি নিতে গিয়েছিলাম।’
তবে ব্যাপারটা এখন ব্যাক্তিত্বের সংঘাত বলছেন অনেক ক্রিকেট বিশ্লেষক। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই লিখছেন-দেশের সেরা ক্রিকেটার সাকিব চক্রান্তের শিকার।
Discussion about this post