বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুরু থেকেই সঙ্গী বিতর্ক। সবশেষ বিপিএল যেন সেই বিতর্ককে ছাড়িয়ে উঠেছে নতুন এক আলোচনায়! যার রেশ ফুরাচ্ছেনই না। বিপিএল পরিচালনায় নানা জটিলতার মধ্য দিয়ে এবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে চিটাগং কিংস। গত মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চিটাগং কিংসকে ৪৬ কোটি টাকা পাওনা দাবি করে আইনি নোটিশ পাঠালে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। এই বিতর্কে ফ্র্যাঞ্চাইজির কর্ণধার সামির কাদের চৌধুরী বিসিবিকে দায়ী করেছেন।
সামির কাদেরের দাবি, এই বিশাল অঙ্কের কোনো স্পষ্ট ব্যাখ্যা বা নথিপত্র বোর্ডের কাছেও নেই, তার কাছেও নেই। এই ‘অজানা’ নোটিশ দিয়েই বিসিবি চিটাগং কিংসকে বিতর্কে ঠেলে দিয়েছে। গণমাধ্যমের সামনে তিনি বলেন, ‘বিসিবি, ৪৬ কোটি টাকার নোটিশ দিয়ে বিপিএলকে বিতর্কিত করেছে।’
বিসিবির সঙ্গে আলোচনায় বসার জন্য দীর্ঘদিন চেষ্টা করেও কোনো সমাধান মেলেনি বলে জানান সামির। তবে সাম্প্রতিক সময়ে বোর্ডের পক্ষ থেকে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ পেয়ে তিনি আশাবাদী। তিনি বলেন, ‘আজ বোর্ডের কয়েকজন পরিচালক আমাকে বলেছেন, শিগগিরই বসে সমস্যার সমাধান করা হবে। তাদের এই উদ্যোগের জন্য আমি ধন্যবাদ জানাই।’
বিপিএলের ভবিষ্যত নিয়ে বিসিবি ফ্র্যাঞ্চাইজিগুলোকে নতুন করে নির্বাচন করতে যাচ্ছে। সামির জানান, নতুন ফরম্যাট এবং শর্তাবলী না জানা পর্যন্ত তিনি সিদ্ধান্ত নেবেন না, তবে আগ্রহ রয়েছে টুর্নামেন্টে থাকার, ‘আমি যতক্ষণ বিসিবির সঙ্গে বসছি না, কিছু বলতে পারছি না। নতুন ফরম্যাট দেখে বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নেব।’
Discussion about this post