ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঘরোয়া ক্রিকেটে রান ফোয়ারা ছুটিয়েই যাচ্ছেন এনামুল হক বিজয়। ভাল করেই জানেন ব্যাট কথা বললেই আবারো ফিরতে পারবেন জাতীয় দলে। সেই সাফল্যের পথ ধরে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন এনামুল হক বিজয়। তার সঙ্গে সেরা পাঁচে আছেন নাঈম ইসলাম, রনি তালুকদার ও জুনায়েদ সিদ্দিক।
বৃহস্পতিবার পর্দায় নেমেছে বিসিএলের। প্রথম শ্রেণির এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আব্দুর রাজ্জাকের দক্ষিণাঞ্চল। আর সেই দলেরই ওপেনার এনামুল করলেন মোট ৬৫৮ রান। ১৮০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন শেষ রাউন্ডে। দুটি সেঞ্চুরি ও তিনটি ফিফটিতে রান গড় ৬৫.৮০।
নাঈম ইসলামও জাতীয় দলে ফেরার লড়াইয়ে আছেন। ৫২২ রান করে বিসিএলে ব্যাটসম্যানদের তালিকায় দুই নম্বরে উত্তরাঞ্চলের এই ব্যাটসম্যান। দুটি সেঞ্চুরি ও তিনটি ফিফটিতে ৫২.২০। আর সেরা ইনিংস ১৩৭। এরপরই আছেন জুনায়েদ। ৫০ গড়ে ৫০০ রান তার ব্যাটে। আর ৪৬ গড়ে ৪৬০ রান করে চার নম্বরে রনি তালুকদার। পূর্বাঞ্চলের এই ওপেনারের ঘরোয়া ক্রিকেটে বরাবরই দুর্দান্ত।
দক্ষিণাঞ্চলের ক্রিকেটার মেহেদি রয়েছেন পাঁচ নম্বরে। অবশ্য ২৩ উইকেট বোলারদের তালিকাতেও আছেন তিন নম্বরে। ৯১.৮০ গড়ে মেহেদী তুলেছেন ৪৫৯ রান। এবারের বিসিএলে চারশর বেশি রান তুলেছেন মাহমুদুল হাসান, মুমিনুল হক, ইয়াসির আলী ও আব্দুল মজিদ ও ইয়াসির। সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস ১৯৪, মুমিনুলের।
বিসিএলে ৫ সর্বোচ্চ রান সংগ্রাহক
নাম/দল | ইনিংস | রান | সর্বোচ্চ | গড় | সেঞ্চুরি/ফিফটি |
এনামুল হক/দক্ষিণাঞ্চল | ১২ | ৬৫৮ | ১৮০ | ৬৫.৮০ | ২/৩ |
নাঈম ইসলাম/উত্তরাঞ্চল | ১০ | ৫২২ | ১৩৭ | ৫২.২০ | ২/৩ |
জুনায়েদ সিদ্দিক/উত্তরাঞ্চল | ১১ | ৫০০ | ১১২ | ৫০.০০ | ১/৪ |
রনি তালুকদার/পূর্বাঞ্চল | ১০ | ৪৬০ | ১৮৫ | ৪৬.০০ | ১/৩ |
মেহেদি হাসান/দক্ষিণাঞ্চল | ১০ | ৪৫৯ | ৮৬ | ৯১.৮০ | ০/৪ |
Discussion about this post