বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দল চুড়ান্ত হয়েছে। বুধবার ঘোষণা করা হয়েছে চার দলের ক্রিকেটারদেও নাম। দলগুলো হলÑ ওয়ালটন সেন্ট্রাল জোন, ইসলামী ব্যাংক ইস্ট জোন, বিসিবি নর্থ জোন ও প্রাইম ব্যাংক সাউথ জোন। ৩৫ লাখ টাকা দিয়ে ফ্র্যাঞ্চাইজি হয়েছে তিন করপোরেট হাউস। এ আসরে থাকছে মোটা অঙ্কের প্রাইজমানি। বিজয়ী দল পাবে ৩৫ লাখ টাকা। রানার্সআপ পাবে ১৫ লাখ টাকা।
প্রতি দলের জন্য ২০ জন ক্রিকেটার পছন্দ করে দিয়েছেন ফারুক আহমেদের নেতৃত্বে থাকা নির্বাচক কমিটি।
আগামী ১২ জানুয়ারি থেকে বিকেএসপিতে শুরু হবে এ টুর্নামেন্ট।
চার দলের ক্রিকেটাররা-
বিসিবি নর্থ জোন
মুশফিকুর রহিম, জুনায়েদ সিদ্দিকী, নাঈম ইসলাম, নাসির হোসেন, মাইশিকুর রহমান, সাব্বির রহমান, ফরহাদ হোসেন, মিজানুর রহমান, সাকলাইন সজীব, সানজামুল ইসলাম, তাইজুল ইসলাম, সোহরাওয়ার্দী শুভ, হামিদুল, ফরহাদ রেজা, মুকতার আলী, শুভাশীষ রায়, মাহমুদুল হাসান, দেলোয়ার, জহুরুল, নাজমুল।
ইসলামী ব্যাংক ইস্ট জোন
তামিম ইকবাল, নাফিস ইকবাল, মমিনুল, নাজিমউদ্দিন, রুম্মন আহমেদ, শফিউল ইসলাম, তাসামুল, জুবায়ের আহমেদ, লিটন কুমার দাস, এনামুল জুনিয়র, নাবিল সামাদ, ধীমান ঘোষ, নূর হোসেন, আলাউদ্দিন বাবু, মাশরাফি বিন মর্তুজা, আলী জাহিদ রাহি, মেহেদী হাসান রানা, তাপস বৈশ্য, ইয়াসিন আরাফাত ও অলক কাপালি।
প্রাইম ব্যাংক সাউথ জোন
এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, তাইবুর রহমান, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, সাকিব আল হাসান, ফজলে রাব্বি, সালমান হোসেন, নাসিরউদ্দিন ফারুক, আবদুর রাজ্জাক, জিয়াউর রহমান, আল-আমিন, রুবেল হোসেন, রবিউল ইসলাম, মুরাদ খান, সোহাগ গাজী, মনির হোসেন, কামরুল ইসলাম রাব্বি, নাজমুল অপু, শুভগত হোম।
ওয়ালটন সেন্ট্রাল জোন
শামসুর রহমান, আবদুল মজিদ, রকিবুল হাসান, মাহমুদউল্লাহ, শাহরিয়ার নাফীস, রনি তালুকদার, মেহরাব হোসেন জুনিয়র, নুরুল হাসান, মোহাম্মদ ইলিয়াস, আরাফাত সানি, শরীফুল্লাহ, দেওয়ান সাব্বির, শাহাদাত হোসেন, মোহাম্মদ শরীফ, মোহাম্মদ শহীদ, তারেক আজিজ, মার্শাল আইয়ুব, সৈকত আলী, সাগীর হোসেন, তালহা জুবায়ের।
Discussion about this post