ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ওয়ানডে সিরিজের পর দুই বিশ্রামে ছিলেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিমরা। তবে বৃহস্পতিবার থেকে তারা শুরু করেছেন অনুশীলন। প্রথমবারের মত এদিন বাংলাদেশ টেস্ট দলের পূর্নাঙ্গ স্কোয়াডকে দেখা গেছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
বৃহস্পতিবার অবশ্য গ্রোয়েন ইনজুরিতে পড়া সাকিব আল হাসান ছিলেন না। আজ স্ক্যান হওয়ার কথা বিশ্বসেরা অলরাউন্ডারের। ইনজুরি গুরুতর হলে মিস করতে হবে চট্টগ্রাম টেস্ট।
এদিকে বৃহস্পতিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঘাম ঝরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ দলও। কাল থেকে শুরু তিন দিনের প্রস্তুতি ম্যাচ। ক্যারিবিয়দের প্রতিপক্ষ বিসিবি একাদশ। যেখানে আছেন অধিনায়ক নূরুল হাসান সোহানসহ টেস্ট স্কোয়াডে থাকা পাঁচ ক্রিকেটার।
এরআগে গত মঙ্গলবার চট্টগ্রামে সাদা পোশাকের ক্রিকেটের প্রস্তুতি শুরু করেন মুমিনুল হকরা। এদিকে আবার ঐদিনেই ক্যারিবীয়দের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলার জন্য অনুশীলন শুরু করে বিসিবি একাদশও।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখন টেস্ট স্কোয়াড চূড়ান্ত করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে দুই একদিনের মধ্যে চূড়ান্ত দল দেবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।
আগামী ৩ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মিরপুরে, ১১ ফেব্রুয়ারি থেকে।
Discussion about this post