উইন্ডিজ সিরিজে ধবল ধোলাইয়ের পরও বিশ্রামের সুযোগ পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল। সদ্যই ক্যারিবীয়দের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ শেষ করে ক্লান্ত ক্রিকেটাররা এখন প্রস্তুত হচ্ছে নতুন এক চ্যালেঞ্জের জন্য-আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ।
এশিয়া কাপ, আফগানিস্তানের বিপক্ষে সিরিজ ও ওয়েস্ট ইন্ডিজের পর টানা ব্যস্ত সূচিতে থাকা ক্রিকেটারদের ক্লান্তি নিয়ে আগেই উদ্বেগ জানিয়েছিলেন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। তিনি বলেছিলেন, টানা খেলার মধ্যে একটু বিশ্রাম পেলে ক্রিকেটারদের পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব পড়ত। কিন্তু বাস্তবতা হলো, সামনে সময় খুব কম।
আগামী ৮ নভেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ দলের টেস্ট প্রস্তুতি ক্যাম্প। তাইজুল ইসলাম ছাড়া টেস্ট স্কোয়াডের অন্যরা এখন ব্যস্ত জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডে। যারা সম্প্রতি উইন্ডিজ সিরিজে খেলেছেন, তারা কিছুদিনের বিরতি পাবেন, তারপরই যোগ দেবেন ক্যাম্পে।
এই বছর এখন পর্যন্ত বাংলাদেশ খেলেছে চারটি টেস্ট। জুনে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সিরিজে ১–০ ব্যবধানে হেরেছিল টাইগাররা, তার আগে জিম্বাবুয়ের সঙ্গে দুই ম্যাচের সিরিজ ড্র করেছিল ১–১ ব্যবধানে। সেই ধারাবাহিকতায় এবার শুরু হচ্ছে নতুন টেস্ট চক্র ২০২৫–২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচনা হবে আয়ারল্যান্ড সিরিজ দিয়েই।
১১ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ১৯ নভেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
এই সিরিজে বাংলাদেশের হয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন মুশফিকুর রহিম। বর্তমানে তার টেস্ট সংখ্যা ৯৮; তাই মিরপুরে দ্বিতীয় টেস্ট খেললে তিনিই হবেন বাংলাদেশের প্রথম ক্রিকেটার, যিনি শততম টেস্টে নামবেন। মুশফিকের এই মাইলফলককে ঘিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশেষ আয়োজনের ইঙ্গিত দিয়েছে।
এর মধ্যেই বিসিবি টেস্ট দলের নেতৃত্ব নিয়েও নিশ্চিত সিদ্ধান্ত জানিয়েছে। নাজমুল হোসেন শান্ত থাকছেন বাংলাদেশের লাল বলের স্থায়ী অধিনায়ক-চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শেষ পর্যন্ত। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়েই শুরু হবে শান্তর নেতৃত্বে বাংলাদেশের নতুন মৌসুম।










Discussion about this post