নতুন এক বাঁকে বাংলাদেশ ক্রিকেট। নতুন এক দল নিয়ে নতুন উচ্চতায় টাইগাররা। জয়ে শুরু হলো টি-টুয়েন্টিতে বাংলাদেশের নতুন যাত্রা। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে রীতিমতো উড়িয়ে তিনম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকরা।
বৃহস্পতিবার চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ৬ উইকেটে জিতল বাংলাদেশ। ইংল্যান্ডের ১৫৬ রান টপকে গেছে দল সহজেই, ১২ বল হাতে রেখে।
এবারই প্রথমবারের মতো ইংল্যান্ডকে টি-টুয়েন্টিতে হারালো বাংলাদেশ। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দেখায় বাংলাদেশ হারে ৮ উইকেটে।
বৃহস্পতিবার বন্দরনগরীতে টস হেরে আগে ব্যাটিং করে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৬ রান তুলে ইংল্যান্ড। তাড়া করতে নেমে বাংলাদেশ ৬ উইকেটে জয় তুলে নেয়। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন নাজমুল হোসেন শান্ত। মাত্র ৩০ বলে এই রান তুলেন তিনি।
তৌহিদ হৃদয় ২৪ ও রনি তালুকদার ২১ রান করেন। শান্ত-হৃদয়ের জুটি দলকে জয়ের কাছে নিয়ে যায়। মাত্র ৩৯ বলে ৬৫ রান তুলে এই জুটি। এরপর সাকিব-আফিফের ব্যাটে ভর করে বাংলাদেশ জয় নিশ্চিত করেন। দুজনের জুটিতে ৩৪ বলে ৪৬ রান আসে। সাকিব ৩৪ ও আফিফ ১৫ রান করে অপরাজিত থাকেন।
ইংল্যান্ডের হয়ে ১টি করে উইকেট নেন উড-আর্চার-মঈন-রশিদ।
প্রায় আট বছর পর ফেরা রনি তালুকদারও ভাল খেলেছেন। তিনি করেন ১৪ বলে ২১। অভিষেকে ১৭ বলে ২৪ রান তুলেন তৌহিদ হৃদয়।
সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড: ২০ ওভারে ১৫৬/৬ (সল্ট ৩৮, বাটলার ৬৭, মালান ৪, ডাকেট ২০, মইন ৮, কারান ৬, ওকস ১, জর্ডান ৫; নাসুম ৪-০-৩১-১, তাসকিন ৪-০-৩৫-১, মুস্তাফিজ ৪-০-৩৪-১, সাকিব ৪-০-২৬-১, হাসান ৪-০-২৬-২)
বাংলাদেশ: ১৮ ওভারে ১৫৭/২ (লিটন ১২, রনি ২১, শান্ত ৫১, তৌহিদ ২৪, সাকিব ৩৪, আফিফ ১৫*; কারান ২-০-১৮-০, ওকস ২-০-২১-০, আর্চার ৩-০-২৭-১, রশিদ ৩-০-২৫-১, উড ২-০-২৪-১, মইন ৪-০-২৭-১, জর্ডান ২-০-১৬-০)
ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরা: নাজমুল হোসেন শান্ত
Discussion about this post