আবারো আন্তর্জাতিক তারকারা ফিরছেন পাকিস্তানে। পাকিস্তান জাতীয় দলের বিপক্ষে তিনটি টি–টুয়েন্টি ম্যাচের এক সিরিজে অংশ নেবে তারকায় ঠাসা বিশ্ব একাদশ। বাংলাদেশের পক্ষে বিশ্ব একাদশে অংশ নেবেন জাতীয় দলের বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। শনিবারই ঢাকা ছাড়ার কথা রয়েছে এই টাইগার তারকার।
আগামী ১২, ১৩ ও ১৫ সেপ্টেম্বর দেশটির লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ তিনটি। সম্প্রতি পিসিবির পক্ষ থেকে ঐ ম্যাচের সম্প্রচার-সূচি প্রকাশ করা হয়েছে। এতে জানানো হয়েছে- কোন কোন চ্যানেলে দেখা যাবে পাকিস্তানের জন্য বহুল প্রতীক্ষিত এই সিরিজটি। এই ম্যাচটিকে ঘিরে এরইমধ্যে উত্তেজনা ছড়াচ্ছে!
বাংলাদেশের দর্শকরা ম্যাচটি দেখতে পারবেন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল গাজী টিভি বা জিটিভিতে। জিটিভি ছাড়াও বিশ্বের আরো এগারো চ্যানেলে দেখা বা শোনা যাবে এই সিরিজের খেলা ও ধারাবিবরণী।
চলুন দেখে নেই দুই দলে কারা খেলবেন-
পাকিস্তান স্কোয়াড
সরফরাজ আহমেদ, শোয়েব মালিক, আহমেদ শেহজাদ, মোহাম্মদ আমির, ফখর জামান, শাদাব খান, ফাহিম আশরাফ, বাবর আযম, উমর আমিন, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ নাওয়াজ, হাসান আলী, আমের ইয়ামিন, রুমান রাঈস, উসমান খান ও সোহেল খান।
বিশ্ব একাদশ স্কোয়াড
ফাফ ডু প্লেসিস, হাশিম আমলা, তামিম ইকবাল, ড্যারেন সামি,পল কলিংউড, স্যামুয়েল বাদ্রি, জর্জ বেইলি, বেন কাটিং, গ্র্যান্ট এলিয়ট, ডেভিড মিলার, মরনে মরকেল, টিম পেইন, থিসারা পেরেরা ও ইমরান তাহির।
Discussion about this post