আইসিসির বিশ্ব একাদশ দলে ডাক পেলেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ইংল্যান্ডের লর্ডসে ৩১ মে সেই চ্যারিটি ম্যাচে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। টি-টোয়েন্টি এই ম্যাচের জন্য আগেই চূড়ান্ত করা হয়েছে ক্যারিবিয়রা। গত বছরের সেপ্টেম্বরে হারিকেন ইরমা ও মারিয়ার আঘাতে লন্ডভন্ড হয়েছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দুটি স্টেডিয়াম। সেই স্টেডিয়ামের সংস্কারে তহবিল গঠনের জন্য এই চ্যারিটি ম্যাচ আয়োজন করছে আইসিসি।
এরইমধ্যে ম্যাচটিকে দেয়া হয়েছে আন্তর্জাতিক টি-টোয়েন্টির মর্যাদা। এর আগে বিশ্ব একাদশের হয়ে গত বছর পাকিস্তানে তিনটি টি-টুয়েন্টি খেলেছিলেন তামিম ইকবাল। এবার সাকিবকে সঙ্গে নিয়ে এমন আরেকটি ম্যাচ খেলবেন তিনি। জানা গেছে বিশ্ব একাদশকে নেতৃত্ব দেবেন ইংল্যান্ড অধিনায়ক ওয়েন মরগান। এরইমধ্যে বিশ্ব একাদশে খেলা নিশ্চিত করেছেন পাকিস্তানের শহিদ আফ্রিদি, শোয়েব মালিক, শ্রীলঙ্কার থিসারা পেরেরা ও আফগানিস্তানের রশিদ খানের।
কার্লোস ব্র্যাথওয়েটের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ দল খেলতে নামবে। দলে সেরা তারকাই আছেন।
বিশ্ব একাদশ : ইয়ান মরগান (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, রশিদ খান, শহীদ আফ্রিদি, শোয়েব মালিক ও থিসারা পেরেরা।
ওয়েস্ট ইন্ডিজের দল : কার্লোস ব্রাফেট (অধিনায়ক), ক্রিস গেইল, এভিন লুইস, মারলন স্যামুয়েলস, আন্দ্রে রাসেল, আন্দ্রে ফ্লেচার, রোভম্যান পাওয়েল, দিনেশ রামদিন (উইকেটকিপার), রায়াদ এমরিট, অ্যাশলে নার্স, কেমো পল, স্যামুয়েল বদ্রি ও কেশরিক উইলিয়ামস।
Discussion about this post