ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শনিবার ঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের প্রথম পাঁচ ব্যাটসম্যানের সবাই বোল্ড হয়েছেন। তারই পথ ধরে বাংলাদেশ স্পর্শ করল বিশ্বরেকর্ড! টেস্ট ইতিহাসে এমন ঘটনা এর আগে সর্বশেষ ঘটে ১৮৯০ সালে। ১২৮ বছর পর প্রথম আবার মিরপুরের শেরেবাংলায় দেখা গেল এমন দৃশ্য! টেস্ট ইতিহাসেই এবারের আগে মাত্র দুবার এমনটা ঘটেছে। প্রথমটি ১৮৭৯ সালে।
১৮৭৯ সালের মেলবোর্ন টেস্টের প্রথম দিনে ২৬ রানে ইংল্যান্ডের প্রথম ৫ ব্যাটসম্যান ফিরে যান সাজঘরে। প্রত্যেকে হয়েছেন বোল্ড। এরপর একই ঘটনা ঘটনায় ১৮৯০ সালে, ওভাল টেস্টে ইংল্যান্ড। ৪৯ রানে প্রথম ৫ উইকেট হারায় অজিরা।
শনিবার মিরপরুরের হোম অব ক্রিকেটে চমক দেখাল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের প্রথম ওভারের শেষ বলে সাকিব আল হাসানের বলে বোল্ড কার্লোস ব্রাফেট। তারপর মেহেদী মিরাজের বলে পাওয়েল, সাকিবের বলে আমব্রিস আর মিরাজের ফেরান রোস্টনকে। সবাই বোল্ড। এরপর শাই হোপকে বোল্ড আউট করেন মিরাজ।
একইসঙ্গে ব্যাটিংয়েও এক কীর্তি গড়েন টাইগাররা। নিজেদের ইনিংসে ব্যাট হাতে একটি বিরল রেকর্ড ছুঁয়েছেন তারা। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টটি ২৩৩১ নম্বর ম্যাচ। ম্যাচটিতে ব্যাটসম্যান সবাই পা রাখেন ডাবল ফিগারে। এনিয়ে ১১ ব্যাটসম্যানের প্রত্যেকের ডাবল ফিগারে যাওয়ার কীর্তি হয়েছে ১৪ বার।
বাংলাদেশ ১ম ইনিংসে ৫০৮ রান তুলে অলআউট হয়। টেস্টের দ্বিতীয় দিন শেষে শনিবার ৫ উইকেটে ৭৫ রান করেছে উইন্ডিজ। বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ওয়েস্ট ইন্ডিজ পিছিয়ে ৪৩৩ রানে।
Discussion about this post