তিনি শুধু বাংলাদেশেরই নয়, এ মূহুর্তে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরাদের একজন। সেই সাকিব আল হাসান এবার অনন্য এক রেকর্ড গড়লেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্টে সোমবার ৫ উইকেট শিকার করে উঠে গেলেন আরো উচ্চতায়! ৯টি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে ৫ উইকেট নেয়ার বিশ্বরেকর্ড স্পর্শ করলেন এই টাইগার স্পিনার।
এই রেকর্ড রয়েছে শুধু তিন বোলার মুত্তিয়া মুরালিধরন, ডেল স্টেইন ও রঙ্গনা হেরাথের। অবশ্য একটা জায়গায় তাদেরকে ছাড়িয়ে গেছেন তিনি। ৯ টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে ৫ উইকেট নিতে বাকিদের লেগেছে সাকিবের চেয়ে বেশি টেস্ট। মুরালিধরন ৬৬ টেস্টে এসে এই চক্রপূরণ করেন। স্টেইন আর হেরাথ ৭৫ টেস্টে এই এই রেকর্ড স্পর্শ করেন। সাকিব ক্যারিয়ারের ৫০তম টেস্টে এসে ছুঁয়ে ফেললেন এই রেকর্ড।
তার এমন জাদুতে সোমবার ঢাকা টেস্টে অস্ট্রেলিয়া ২১৭ রানে অলআউট হয়। এর আগে বাংলাদেশ ১ম ইনিংসে তুলেছিল ২৬০ রান। ২য় ইনিংসে ২য় দিন শেষে বাংলাদেশ ১ উইকেট হারিয়ে করেছে ৪৫ রান। লিড ৮৮ রানের।
সোমবার অজি ব্যাটসম্যান জশ হেইজেলউডকে ফিরয়ে পূর্ণ করেন ৫ উইকেট। সাকিব জিম্বাবুয়ের বিপক্ষে তিনবার ৫ উইকেট নিয়েছেন। ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুবার করে নিয়েছেন। অস্ট্রেলিয়া, ভারত ও পাকিস্তানের বিপক্ষে ১ বার তুলে নিয়েছেন ইনিংসে ৫ উইকেট।
এবার নতুন টেস্ট খেলুড়ে দেশ আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেট নেওয়ার পালা। যদিও দেশ দুটো এখন টেস্টের অভিজাত অঙ্গনে পথচলা শুরু করেনি।
Discussion about this post