রেকর্ডের পাতায় উঠল ইমরুল কায়সের নাম। ব্যাটিং দিয়ে নয়, রেকর্ড গড়লেন উইকেটকিপার হিসেবে হিসেবে গ্লাভস হাতে। ওয়েলিংটন টেস্টে মুশফিকুর রহীম ইনজুরিতে পড়ায় উইকেটের পেছনে থাকতে হয়েছে তাকে। আর সেখানে গ্লাভস হাতে দাঁড়িয়ে বাজিমাত ইমরুলের। ইতিহাসের পাতায় নিয়ে গেলেন নিজের নাম। হাতে জমালেন ৫টি ক্যাচ। টেস্ট ইতিহাসে এই প্রথম ইনিংসে ৫ ক্যাচ নিলেন কোনো বদলি উইকেটকিপার।
তবে এমন রেকর্ড গড়া দিন শেষে হাসিমুখে মাঠ ছাড়তে পারেন নি ইমরুল। ব্যাটিংয়ের সময় পায়ে আঘাত পান তিনি। সেই ইনজুরি এতোটাই মারাত্মক ছিল যে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে। পরে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেয়া হয় পায়ে চোট পাওয়া এই ব্যাটসম্যানকে।
আর ৪র্থ দিন শেষে বাংলাদেশের ২য় ইনিংসে করেছে ৩ উইকেটে ৬৬ রান। লিড ১২২। ১০ রানে অপরাজিত মুমিনুল হক। এর আগে ৮ উইকেটে ৫৯৫ রানে ইনিংস ঘোষণা করে মুশফিকুর রহিমের দল। এরপর স্বাগতিকদের অলআউট করে ৫৩৯ রানে।
এদিকে রোববার ওয়েলিংটনে বাংলাদশের হয়ে ইনিংসে সবচেয়ে বেশি ডিসমিসালের রেকর্ডও স্পর্শ করেন তিনি। দুইবার ইনিংসে পাঁচ ডিসমিসাল করেন মুশফিক। প্রথমটি ২০১০ সালে, মিরপুরে। প্রতিপক্ষ ভারত। এরপর ২০১৩ সালে, কলম্বোতে। প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
ম্যাচে কামরুল ইসলাম রাব্বির বলে নিউজিল্যান্ডের জিত রাভালের ক্যাচ দিয়ে শুরু। তারপর ইমরুল নেন কেন উইলিয়ামসন, কলিন গ্র্যান্ডহোম, বিজে ওয়েটলিং ও নেইল ওয়াগনারের তুলে দেয়া ক্যাচ।
Discussion about this post