চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম টি–টোয়েন্টিতে এক স্মরণীয় দিনের সাক্ষী হলো। আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই দারুণ ফিল্ডিং শো উপহার দিলেন তানজিদ হাসান তামিম।
গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ম্যাথু হামফ্রিজ, জর্জ ডকরেল ও শেষে বেন হোয়াইট, পরপর পাঁচজনের ক্যাচ হাতে তুলে নিয়ে তিনি তৈরি করলেন বিরল রেকর্ড। এর আগে আউটফিল্ডে পাঁচ ক্যাচের কীর্তি ছিল কেবল সুইডেনের সেদিক সাহাক ও মালদ্বীপের ওয়েদাগে মালিন্দার। তবে পূর্ণ সদস্য দেশগুলোর ক্রিকেট ইতিহাসে এই অর্জন এখন একমাত্র তানজিদের।
ম্যাচের শুরুতে আয়ারল্যান্ড পাওয়ার প্লেতে আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করলেও পরের ধাক্কা সামলাতে পারেনি। টস জিতে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৫ বলে অলআউট হয়ে থামে মাত্র ১১৭ রানে। দলের হয়ে পল স্টার্লিং করেন সর্বোচ্চ ৩৮। বাংলাদেশের বোলারদের ধারাবাহিক আক্রমণে আইরিশরা ব্যাকফুটে চলে যায় দ্রুতই। মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন তিনটি করে উইকেট নিয়ে একের পর এক আঘাত হানেন।
রিশাদের বোলিং ছিল ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্ত। মাত্র ২১ রানে চার ওভারে তার তিন উইকেট আয়ারল্যান্ডকে সম্পূর্ণভাবে চাপে ফেলে দেয়। এ বছর তার মোট উইকেট এখন ৩৩, যা তাকে এমন এক স্বীকৃতি দিয়েছে যা খুব কম বোলার পেয়েছেন। বিশ্বের মাত্র দুই বোলার আগে একাধিক মৌসুমে ৩৩ বা তার বেশি উইকেট নিয়েছিলেন; এবার সেই তালিকায় যুক্ত হলো রিশাদের নাম।
তানজিদের বিশ্বরেকর্ডের দিনে হাসিমুখ বাংলাদেশের। টানা দুই ম্যাচে জয় তুলে নিয়ে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে। প্রথম ম্যাচে হারের পর সমালোচনার মুখে পড়েছিলো দল, তবে শেষ দুই ম্যাচে ব্যাট ও বলের দাপট দেখিয়ে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস ফিরিয়েছে টাইগাররা।









Discussion about this post