ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আয়ারল্যান্ড সফরে অনুশীলনের সময় হঠাৎ করেই চোটে পড়েছেন পেসার আবু জায়েদ রাহী। যে কারণে এখনই তার জায়গায় বিশ্বকাপ স্কোয়াডে তাসকিন আহমেদকে চাইছে টিম ম্যানেজমেন্ট। শনিবার দুপুর থেকে এমন গুঞ্জনই ভেসেছিল দেশের বেশ কয়েকটি সংবাদমাধ্যমে। তবে বিকেল হতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ব্যাপারটি পরিস্কার করতে গিয়ে বলেন, তাসকিনের ভাবনাটি আগে থেকেই ছিল। কিন্তু এখন পর্যন্ত বিশ্বকাপে তার জায়গা পাওয়া নিয়ে কোন হয়নি।
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে যে ৪ পেপসার রয়েছেন তাদের চেয়ে তাসকিন আহমেদের উচ্চতা, গতি, বাউন্স বেশি ভাল মনে হচ্ছে টিম মেনেজমেন্ট। ইংল্যান্ডের মাটিতে তাই তাসকিনই ভাল কার্যকর হবেন। কিন্তু বিসিবি সভাপতি এখনই দলে কোন পরিবর্তন আনতে চাইছেন না, ‘দেখেন আমাদের যে ৪ জন পেসার ওখানে (বিশ্বকাপ স্কোয়াডে) আছে- মাশরাফি, রুবেল, মোস্তাফিজ এবং রাহী। তাদের উচ্চতা মোটামুটি একই রকমের। রুবেল একটু বেশি ধারাবাহিক, তবে মোটামুটি সবার গতিই একইরকম। বল করার ধরনও এক। আপনি যদি ভ্যারিয়েশন চান… ভ্যারিয়েশন ভাবতে গেলে তাসকিনের কথা ভাবে ওরা (টিম ম্যানেজমেন্ট)। তার উচ্চতা, গতি, বাউন্স… ওখানে যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার বলে মনে হচ্ছে… আসলেই দরকার কি না জানি না, ওরা মনে করছে ওখানে বাউন্সার-ইয়র্কার এগুলো যেসব লাগবে সেসবে তাসকিন ভালো।’
নাজমুল হাসান পাপন আরো বলেন, ‘ইংল্যান্ডের পরিবেশের কারণে তাসকিন দলে থাকবে, চান্স পাবে সেই সম্ভাবনা এখন পর্যন্ত কিন্তু কেউ বলেনি। মাশরাফি, মোস্তাফিজ তো খেলছেই। সাইফউদ্দিন আছে, ভালো খেলোয়াড়। রুবেলের মত খেলোয়াড় বসে আছে। ওরা না থাকলে না হয় আপনি তৃতীয় অপশন চিন্তা করবেন।’
আগামী ৩০ মে পর্দা উঠবে দ্বাদশ বিশ্বকাপের। তার আগে ২৪ মে পর্যন্ত বিশ্বকাপে অংশ নেয়া ১০টি দল তাদের স্কোয়াড পরিবর্তনের সুযোগ পাবে। তাই শনিবার বোর্ড সভাপতির কাছে ছুটে গেল প্রশ্ন, যদি নির্ধারিত সময়ের মধ্যে তাসকিন নিজেকে প্রমাণ করতে পারেন তখন কি হবে? এ ব্যাপারে নাজমুল হাসান বলেন, ‘শুধু ফিট না। যদি ভালো করে বল করতে পারে। এখন পর্যন্ত কিন্তু ওরকম কিছু আমরা দেখিনি। আমরা তো তুলনা করার সুযোগটাই পাইনি। রাহীও তো এখন পর্যন্ত একটা ম্যাচও খেলেনি। আমরা বুঝব কীভাবে। প্র্যাকটিস ম্যাচে খেললেও তো বুঝতাম। ওর (রাহী) তো বলই দেখা হল না। আমার যেটা মনে হয় এটা নিয়ে মন্তব্য করাই খুব তাড়াহুড়া হয়ে যাচ্ছে। কেউ ইঞ্জুরড হলে রিপ্লেসমেন্ট হিসেবে যেতে পারে। অথবা এমন যদি হয় ও ফর্মে ফিরে আসছে, ও সম্পূর্ণ ফিট এবং অন্যদের চেয়ে ভালো তখন হয়ত আমরা এটা চিন্তা করতে পারি। আমাদের অপেক্ষা করতে হবে।’
আপাতত আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় ত্রি-দেশীয় সিরিজের বাংলাদেশ স্কোয়াডে রয়েছেন তাসকিন। কিন্তু এখনও মূল লড়াইয়ে নামার সুযোগ হয়নি তার। তবে সেখানে একটি প্রস্তুতি ম্যাচে হাত ঘুরিয়ে এ পেসার নিজের পকেটে পুরেছিলেন ৩টি উইকেট। আর তাতেই বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার দাবিটা জোড়াল করেন তিনি।
Discussion about this post