ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শুরু হয়ে গেলো বিশ্বকাপ ক্রিকেট উন্মাদনা। ওমানের রাজধানী মাসকাটে ওমান ও পাপুয়া নিউ গিনির ম্যাচ দিয়ে শুরু মাঠের লড়াই। সময়ের ঘড়ি বলছে-পাঁচ বছর পর হচ্ছে টি-টুয়েন্টি বিশ্বকাপ। আসরটি ভারতে হওয়ার কথা থাকলে হচ্ছে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে। করোনার কারণে পাল্টে গেছে ভেন্যু।
সব মিলিয়ে চারটি ভেন্যুতে বিশ্বকাপের আসর বসছে। যেখানে লড়াই হবে দুই পর্বে। প্রথমে বাছাই পর্ব। এখন লড়ছে ৮ দল। সেই দুই গ্রুপ থেকে সেরা চার দল উঠবে সুপার টুয়েলভে। তারপরই সুপার টুয়েলভ শেষে দুটি করে দল যাবে সেমি-ফাইনাল। তারপর ফাইনাল।
# টুর্নামেন্টে প্রতি জয়ে ২ পয়েন্ট। টাই হলে ১ পয়েন্ট। ম্যাচ পরিত্যক্ত হলে কোনো পয়েন্ট যোগ হবে না। সমান পয়েন্ট নিয়ে যদি দুই দল গ্রুপ পর্বের খেলা শেষ করে তখন প্রথমে বিবেচনায় আসবে, নম্বর অব উইন, এরপর নেট রান রেট, তারপরই হেড টু হেড ফলাফল।
# ম্যাচ টাই হলে সুপার ওভারে হবে। সুপার ওভারেও খেলা টাই হলে দুই দল ম্যাচ খেলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত কোনো দল জিতবে।
# এবারের বিশ্বকাপে কোনো রিজার্ভ ডে নেই। ৫ ওভার হলেও ম্যাচ খেলার চেষ্টা চালাবেন আম্পায়াররা।
# বিশ্বকাপ জিতলে ১.৬ মিলিয়ন ডলার পুরস্কার পাবেন। রানার্সআপ দলের ৮ লাখ ডলার। সেমিফাইনালে হেরে যাওয়া দল ৪ লাখ ডলার করে পাবে।
# গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা। তবে ধারণক্ষমতার ৭০ শতাংশ দর্শক মাঠে বসে খেলা দেখার অনুমতি পাচ্ছেন।
Discussion about this post