ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আয়ারল্যান্ড থেকে ত্রিদেশীয় ক্রিকেটের শিরোপা জিতে এখন বিশ্বকাপের দেশ ইংল্যান্ডে পা রেখেছে বাংলাদেশ ক্রিকেট দল। রোববার প্রথম প্রহরে ইংল্যান্ডের লেস্টারে পা রাখেন টাইগার ক্রিকেটাররা। প্রথমবারের মতো কোন আন্তর্জাতিক টুর্নামেন্টপে ট্রফি জয়ের আনন্দ নিয়ে সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেনরা ডাবলিন থেকে গেলেন লেস্টারে। হাসিমুখে-নির্ভার হয়েই দল গেল বিশ্বকাপ অভিযানে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোষ্ট করে পেসার মুস্তাফিজুর রহমান শনিবার রাতেই জানান- দল ডাবলিন ছেড়েছে। মধ্যরাতে সৌম্য সরকার ফেসবুকে আরেকটি ছবি পোস্ট করে ভক্তদের জানালেন-বাংলাদেশ দল পৌঁছে গেছে বিশ্বকাপের দেশ ইংল্যান্ডে।
লন্ডন থেকে তিন ঘণ্টার বাস জার্নি শেষে লেস্টারে যায় বাংলাদেশ দল। এখানেই বিসিবির খরচে চলবে চার দিনের অনুশীলন ক্যাম্প। বৃহস্পতিবার দল পৌঁছাবে কার্ডিফে। এরপর থেকেই বাংলাদেশ থাকবে আইসিসির নিয়ন্ত্রনে। বিশ্বকাপ আয়োজক দেশের আতিথেয়তা নেবেন ক্রিকেটাররা।
এখন টি নিয়ে ঢাকায় ফিরেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। পরিবারের সঙ্গে সময় কাটাতে দুবাইয়ে গেছেন তামিম ইকবাল। ত্রিদেশীয় সিরিজে দলে থাকা তাসকিন আহমেদ, ইয়াসির আলি রাব্বি, নাঈম হাসান এবং ফরহাদ রেজা দেশে ফিরেছেন।
আগামী ২৪ মে থেকেই শুরু বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ। বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ দুটি ২৬ ও ২৮ মে। অনুষ্ঠিত হবে কার্ডিফে। ২৩ মে লেস্টার ছেড়ে কার্ডিফে যাবেন টাইগার ক্রিকেটাররা। তামিম ইকবাল ও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তখনই যোগ দেবেন দলের সঙ্গে।
ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে আগামী ৩০ মে। বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী ২ জুন। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
Discussion about this post