ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিশ্বকাপ ক্রিকেট এ বছরই। এরইমধ্যে শুরু হয়েছে একশ দিনের কাউন্ট ডাউন। নিউজিল্যান্ড সফর দিয়েই শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপের প্রস্তুতি। যদিও ব্যাটে-বলে নিস্প্রভ টাইগাররা। সিরিজের প্রথম দুই ওয়ানডেতে হেরে দল রয়েছে চাপে। ডানেডিনে বুধবার ভোরে দল খেলবে সিরিজের শেষ ওয়ানডে। তার আগে মাশরাফি বিন মর্তুজা জানালেন তার বিশ্বকাপ ভাবনা। বলেন-বর্তমান স্কোয়াডে মোটামুটি অভিজ্ঞ ক্রিকেটাররা থাকায় বিশ্বকাপ দলে খুব বেশি পরিবর্তনের সুযোগ নেই।
নিউজিল্যান্ড সিরিজ শেষে বিশ্বকাপের আগে আরও অন্তত চারটি ওয়ানডে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। তবে মে মাসে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের আগেই যে বিশ্বকাপের চূড়ান্ত দল দিতে হবে বিসিবির। আর তাই নিউজিল্যান্ডের বিপক্ষে ডানেডিনে তৃতীয় ওয়ানডেই হচ্ছে বিশ্বকাপের দল ঘোষণার আগে শেষ ওয়ানডে।
বিশ্বকাপ দলে মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ থাকছেন নিশ্চিত। গত বিশ্বকাপের অভিজ্ঞায় থাকতে পারেন- রুবেল হোসেন, সাব্বির রহমান ও সৌম্য সরকার। নতুন করে এবার সেই দলে যুক্ত হবেন মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিথুন, মোহাম্মদ সাইফউদ্দিনরা।
নিউজিল্যান্ড সফরে যারা খেলছেন তাদের বেশিরভাগই থাকবেন বিশ্বকাপ দলে। মাশরাফি বলেন, ‘বর্তমান স্কোয়াডে মোটামুটি অভিজ্ঞ ক্রিকেটাররা থাকায় বিশ্বকাপ দলে খুব বেশি পরিবর্তন হবে না বলেই বিশ্বাস আমার।’ তিন মাসে ক্রিকেটারদের পারফরম্যান্সে উঠা নামা থাকলেও খুব একটা পরীক্ষায় যেতে চাইবে না বাংলাদেশ টিম ম্যানেজম্যান্ট।
Discussion about this post