ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
চলতি মাসের শেষ দিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে অংশ নেবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার আইসিসি জানিয়ে দিল এ টুর্নামেন্টে টাইগ্রেসদের প্রতিপক্ষের নাম।
মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব পর্বে ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ। যেখারে রুমানা আহমেদদের প্রতিপক্ষ স্বাগতিক স্কটল্যান্ড, যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডক। ‘বি’ গ্রুপের চার দল- আয়ারল্যান্ড, পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও নেদারল্যান্ডস। আইসিসির কার্যক্রম থেকে সাময়িক নিষেধাজ্ঞা পাওয়া জিম্বাবুয়ে অংশ নিতে পারছে না এ আসরে। তাদের জায়গায় সুযোগ পাচ্ছে নামিবিয়া।
৩১ আগস্ট স্কটল্যান্ডের ফর্ফারশায়ার ক্রিকেট ক্লাব মাঠে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নামিবিয়া। আট দলের এ আসর শেষ হবে ৭ সেপ্টেম্বর। সেখান থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ২০২০ সালের ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়ায় বসতে যাওয়া মূল বিশ্বকাপে অংশ নেবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলবে দশ দল। এরমধ্যে র্যাঙ্কিংয়ের সেরা আট দল সরাসরি খেলবে বিশ্বকাপ। বাকি দুই দল বাছাই পর্ব পেরিয়ে সেখানে জায়গা করে নেবে।
গত বছর ওয়েস্ট ইন্ডিজে হওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। রানার্সআপ হয় আয়ারল্যান্ড। এবারও দুটি দলকে ডিঙিয়ে পেরোতে হবে বাছাইপর্বের বাধা।
Discussion about this post